আপাতত মাঠের বাইরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সময়ই রোহিত শর্মার পরিবারে এল নতুন সদস্য। আর সেই ছবি সামনে আসতেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রোহিত শর্মার ক্রিকেটের বাইরেও একটা শখ রয়েছে। আর সেটা হল গাড়ির। রোহিত শর্মার (Rohit Sharma) গ্যারাজে এবার নতুন সদস্য ল্যাম্বর্গিনির (Lamborghini Urus) নতুন মডেল। সেই গাড়ির ছবি রোহিত শর্মা নিজেই ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। সেই গাড়ির দাম শুনে কিন্তু রীতিমত চমকেই গিয়েছেন সকলে।
কয়েকদিন আগেই রোহিত শর্মা (Rohit Sharma) ল্যাম্বর্গিনির ইউআরইউএস (Lamborghini Urus) মডেল কিনেছেন। আর এই গাড়ির দাম শুনলে তা চমকে যাওয়ার মতোই হবে। কারণ প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে এই গাড়ি নিয়েছেন রোহিত শর্মা। গাড়ির রং কমলা। ল্যাম্বর্গিনির গা়ড়ি আগেও একটা ছিল রোহিত শর্মার। সেই গাড়ির দাম ছিল ৩.১৫ কোটি টাকা। তবে ড্রিম ইলেভেনে জয়ী এক বিজেতাকে সেই গাড়ি পুরস্কার দিয়েছিলেন হিটম্যান।
এবার এই নতুন গাড়ি এনেই সকলকে চমকে দিয়েছেন। রোহিত (Rohit Sharma) পাঁচ কোটির গাড়ি দেখে সকলেই হতবাক। এই বছরেই টি টোয়েন্টির পাশাপাশি টেস্ট থেকেও অবসর নিয়েছেন রোহিত শর্মা। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। আগামী অক্টোবর মাসেই ফের একবার দেশের জার্সিতে মাঠে ফিরতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক হিটম্যান।
–
–
–
–
–
–
–
–