বাংলার সম্মান ও বাঙালির মর্যাদা নিয়ে বিজেপি রাজনীতি করছে। এই অভিযোগ তুললেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। রবিবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির ‘বাংলাবিদ্বেষ’-এর প্রতিবাদে আয়োজিত ধরনা সমাবেশে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে গর্জে উঠলেন তিনি।

সায়নী ঘোষের হুঙ্কার— “চোখে চোখ রেখে লড়াই করতে হবে। বাংলার সম্মান নিয়ে যারা রাজনীতি করছে, ২০২৬-এ তাদের বিদায় দিতে হবে।” তাঁর দাবি, বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি ও মানুষের আত্মসম্মানে আঘাত করছে। ধরনামঞ্চ থেকে তিনি বিজেপিকে ‘বাংলা জ্বালাও পার্টি’ বলে কটাক্ষ করে জানান, “বাংলায় সম্মান, বাংলাভাষার মর্যাদা এবং বাঙালির অধিকার রক্ষার লড়াই চলবে। তৃণমূল সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, বিজেপি যতই আগুন লাগাক, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ঠান্ডা করবেন।”

সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার যুব সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, দক্ষিণ কলকাতার যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের যুব সভাপতি কৈলাস মিশ্র, ঋজু দত্ত, শ্রেয়া পান্ডে ও প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া-সহ একাধিক জেলা যুব নেতা।

সায়নীর অভিযোগ, বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকেরা হেনস্থার শিকার হচ্ছেন, বাংলাদেশি বলে দেগে দিয়ে তাঁদের পুশব্যাক করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাষা আন্দোলন’-এর ডাককে সমর্থন জানান।

শনিবারের ঘটনা উল্লেখ করে তিনি দাবি করেন, বিজেপি নেতারা বাংলার মুখ্যমন্ত্রী ও পুলিশকে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন। কটাক্ষ করে বলেন— “যে ভাষায় আমরা মা বলেছি, দিদি বলে ডেকেছি, সেই ভাষাকে তোমরা বাংলাদেশি বলবে? বাংলার মানুষ তার জবাব দেবে।”

এসআইআর ও অনুপ্রবেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে সায়নী প্রশ্ন তোলেন— “পহেলগামে কীভাবে অনুপ্রবেশ হল, তার জবাব দিতে হবে। এটা আপনাদের ব্যর্থতা। যত ধানে কত চাল, সেটা বাংলার মানুষ বুঝিয়ে দেবে।” তৃণমূল যুব নেত্রীর হুঁশিয়ারি— “এটা আপনার ‘সুনার বাংলা’ নয়, এটা আমাদের ‘সোনার বাংলা’।”

আরও পড়ুন – সৃজিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা হতেই পরিচালক বললেন…

_
_

_

_
_
_
_
_