শিয়ালদহ স্টেশনের নাম-রাজনীতি বিজেপির! কেন স্বামীজির নামে নয়, প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

কারণে-অকারণে সব জায়গায় নাম বদলে সেই জায়গার ইতিহাস বদলে ফেলাটাই বিজেপির রাজনীতি। বাংলাতেও সেই রাজনীতি কায়েম করার চেষ্টা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। একাধিকবার সেই সূত্রেই শিয়ালদহ স্টেশনের (Sealdah station) নাম বদলে ফেলার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু দুঃখের বিষয়, রাজ্য সেরকম প্রস্তাব না করায় তাঁর আশা পূর্ণ হয়নি। রবিবার শিয়ালদহ শাখার এসি লোকাল ট্রেনের উদ্বোধনে গিয়ে ফের সেই দাবি পেশ করলেন সুকান্ত। পাল্টা তৃণমূলের দাবি, শিয়ালদহের নাম কেন স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) নামে হবে না।

বাংলায় বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার পরেও ঐতিহ্যবাহী শিয়ালদহ স্টেশনের নাম রাখার ইচ্ছা তাঁরই নামে সুকান্ত মজুমদারের। কিন্তু বাংলার বঞ্চনায় কখনও সরব না হওয়ায় রাজ্য সরকারের কাছে সেই আবেদনও তিনি করতে পারছেন না। তাই ফের একবার অনুরোধ জানিয়ে সুকান্ত বলেন, রাজ্য সরকারের (state government) প্রস্তাবের উপরই স্টেশনের নামকরণ নির্ভর করে। আমার অনুরোধ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে শিয়ালদহ স্টেশনের নামকরণের জন্য যেন প্রস্তাব পাঠায়। রাজ্য থেকে প্রস্তাব গেলে কেন্দ্রে অনুমতি পাওয়া যাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিয়ালদহ টার্মিনাস নামের।

আরও পড়ুন: সুকান্তকে ঘিরে বিক্ষোভ: নবান্ন অভিযানের ব্যর্থতায় শুভেন্দুর ‘বদলা’! প্রশ্ন তৃণমূলের

সেখানেই তৃণমূলের প্রশ্ন, কেন সেই নাম স্বামী বিবেকানন্দর নামে হবে না। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁর নামে এ-রাজ্যে বন্দর রয়েছে। তাহলে আবার শিয়ালদহ স্টেশন কেন? আর যদি শিয়ালদহ স্টেশনের (Sealdah station) নাম বদল করতেই হয় তাহলে এটা স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) নামেই হওয়া উচিত। কারণ, শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর তিনি জাহাজে চেপে দেশে নামেন। সেখান থেকে তিনি ট্রেনে শিয়ালদহে আসেন। সেখান থেকে স্থানীয় যুবকেরা তাঁর গাড়ি থেকে ঘোড়া খুলে রেখে নিজেরাই স্বামীজিকে মিত্র ইনস্টিটিউশান স্কুলে নিয়ে যান, সেখানে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। তাই যদি নাম বদল করতেই হয়, তাহলে শিয়ালদহ স্টেশনের নাম স্বামীজির নামে করা হোক।

spot_img

Related articles

ধুলো ঝেড়ে প্রস্তুত কাশ্মীর, শুধু যাদের অপেক্ষা তারাই নেই

শাওনী দত্ত, গুলমার্গঅফ সিজন হোক বা ফুল, সুযোগ পেলেই বাঙালি কাশ্মীর-দর্শনটা সেরে ফেলতে পছন্দ করে। তবে এপ্রিলের পরে...

বিজয়া দশমীতে শুভেচ্ছার বহর মোদির: ভোটের সমীকরণ!

আগে কবে দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, মনে করা দুষ্কর। যতদূর মনে পড়ে, ২০২০ সালের পর আবার এই...

পাক অধিকৃত কাশ্মীরে চরম উত্তেজনা, পাকসেনার গুলিতে মৃত্যু মিছিল

পাক অধিকৃত কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর নির্বিচারে গুলিবর্ষণ পাক সেনাবাহিনীর। পাকিস্তানি (Pakistan) সেনার সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ১৪...

এবার উমার বাড়ি ফেরার পালা, দেবী বরণের পরে শুরু বিসর্জন

পাঁচদিনের পুজো শেষে উমা চলেছেন কৈলাসে। মিষ্টি মুখে দিয়ে, পান দিয়ে বরণ করে, সিঁদুর পরিয়ে তাঁকে রওনা করছেন...