ডুরান্ডে ডায়মন্ড হারবারের (DHFC) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরের দিনই স্খবর মোহনবাগান (MBSG) শিবিরে। বাবা হলেন মোহনবাহান সুপারজায়ান্ট অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। আর তাতেই এখন মোহন শিবিরের খুশির আবহ। শেষবার আইএসএল জয়ের পরই ঘোষণাটা করেছিলেন মোহনবাগান অধিনায়ক। সেই থেকেই সবুজ-মেরুন সমর্থকরা প্রঙর গুনছিলেন। রবিবার এক কন্যা সন্তানের জন্ম দিলেন কস্তুরী ছেত্রী (Kasturi Chetri)।
শেষবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই তাঁর পরিবারে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করেছিলেন সবুজ-মেরুন অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে সবচেয়ে সুখি মানুষটি তিনিই। তার একটা কারণ ছিল মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) আইএসএল লিগ শিল্ড ও চ্যাম্পিয়ন হওয়া। আর দ্বিতীয় ছিল পরিবারের জুনিয়রের আসার খবর।
শুভাশিসের থেকে খবর পাওয়ার পর থেকেই ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল মোহনবাগান সমর্থকদের। অপেক্ষাটা ছিল সুখবরটা আসার। রবিবারই সকলের উদ্দেশ্যে সেই সুখবরটা দিলেন বাগান অধিনায়ক। এক কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।
এখনও পর্যন্ত এই মরসুমে মোহনবাগানের জার্সিতে মাঠে নামতে পারেননি শুভাশিস বসু। সামনেই রয়েছে কোয়ার্টার ফাইনালে ডার্বি। সেখানেই হয়ত প্রথমবার মরসুমে নামতে দেখা যেতে পারে শুভাশিসকে।
–
–
–
–
–
–
–