Thursday, December 25, 2025

‘তুমি চলে যাওনি, এখনও আছো’.. রাখির দিনে আবেগঘন পোস্ট সুশান্তের দিদির 

Date:

Share post:

ভাইবোনের একে অন্যের প্রতি দায়িত্ববোধ আর কর্তব্যকে মনে করিয়ে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটিদের রাখি বন্ধনের (Raksha Bandhan Utsav) নানা মিষ্টি মধুর সম্পর্কের ছবি ভাইরাল শনিবার থেকেই। তবে আলাদা করি নজর কাড়ল শ্বেতা সিং কীর্তির পোস্ট। প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)বোন দিনটির গুরুত্ব মাথায় রেখে ইন্সটাগ্রামে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন। তাতেই চোখ ভিজলো নেটপাড়ার। শ্বেতা জানান তিনি এখনও ভাইয়ের জন্য ‘প্রার্থনা করছেন’।

২০২০ সালের ঘটনা এখনও বলিউডের স্মৃতি থেকে মুছে যায়নি। হঠাৎ করেই সূর্যাস্ত উদীয়মান সিনে তারকার জীবনে। সুশান্তের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল বিনোদন জগতকে। রাখি বন্ধনের দিন শ্বেতা ভাই সুশান্ত এবং পরিবারের সদস্যদের নিয়ে তৈরি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে ফুটে উঠেছে নায়কের ছোটবেলার কিছু মুহূর্ত, তাঁর বেড়ে ওঠার সময় এবং পরিবারের সঙ্গে কাটানো আনন্দের নানা স্মৃতি। ভিডিওটি শেয়ার করে শ্বেতা লিখেছেন, ‘’কখনও কখনও মনে হয়, তুমি চলে যাওনি। তুমি এখনও আছ কিন্তু শুধুমাত্র পর্দার আড়ালে। নীরবে দেখছ আমাদের। আর ঠিক তখনই একটা কষ্ট এসে জমা হয়। আমি কি সত্যিই তোমাকে আর কখনো দেখতে পারব না? তোমাকে হারানোর ষন্ত্রণা এতই গভীর যে, কোনভাবেই সেটা প্রকাশ করা যায় না।” এখানেই শেষ নয়, শ্বেতা নিজের পোস্টে সুশান্তের সঙ্গে দেখা করার কথাও বলেছেন। তিনি লেখেন, ‘’আমি জানি আমরা আবার দেখা করব, ভাই। গল্পের বাইরে, সময়ের বাইরে, যেখানে আত্মা একে অপরকে নামের মাধ্যমে নয়, বরং ভালোবাসার নীরব ভাষার মাধ্যমে চিনতে পারে। ততক্ষণ পর্যন্ত, আমি এখানেই রইলাম, এখনও আমি মন থেকে তোমার হাতে রাখি বাঁধি। প্রার্থনা করছি যে তুমি যেখানেই থাকো না কেন, আনন্দে, শান্তিতে থাক। যতক্ষণ না আমরা আবার দেখা করি আমার ভালোবাসা তোমার জন্য, গুড়িয়াদি।’’

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার বাড়িতে অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ অ্যাসফিক্সিয়া বলে লেখা হয়েছিল। মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছিল। প্রাথমিকভাবে আত্মহত্যার তত্ত্ব উঠে এলেও, সুশান্তের বাবা ও পরিবারের তরফে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর (Riya Chakraborty) বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়। তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে নায়িকার বিরুদ্ধে মাদক মামলাও সমান্তরালভাবে চালানো হয়। এই বছরের শুরুতে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) সুশান্তের মৃত্যুর মামলাতে তাঁকে ক্লিনচিট দিয়ে দিয়েছে।

আরও পড়ুন – উত্তরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...