Monday, November 10, 2025

ব্যর্থতা ঢাকতে এবার ফিফার ঘারে দোশ চাপাচ্ছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রধান কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঘোষণা হলেই ফেডারেশন (AIFF) সভাপতির পদও হারাতে পারে। তাঁর সময়ে ভারতীয় ফুটবলের চূড়ান্ত অবনতি। এমন পরিস্থিতিতে নিজে বাঁচতে ফিফার ঘারেই সমস্ত দায় চাপাচ্ছেন এআইএফএফ-র সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর যুক্তি ফিফার নিয়মের জেরেই নাকি ভারত ক্রমশই ফিফা ক্রম তালিকায় নীচে নেমে যাচ্ছে।

ফেডারেশন সভাপতি যুক্তি দিচ্ছেন, ফিফা র্যাঙ্কিং দেখার ঠিক করার সময় কোনও দলের অতীত পরিসংখ্যান দেখা হচ্ছে। এর ফলেই পয়েন্ট যোগ বিয়োগ হচ্ছে। কোন দল কতগুলো ম্যাচ খেলল। কার কার বিরুদ্ধে খেলল। তাদের ক্রম তালিকায় কোথায় এই সমস্ত কিছুই দেখা হচ্ছে। তাই আমরা নেমে যাচ্ছি। যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময় আমরা ছিলাম ৯৯ নম্বরে। কিন্তু এখন আমরা ১৩৩ নম্বরে।

কল্যাণ চৌবে (Kalyan Chaubey) নিজের মতো যুক্তি দিলে আদৌ কী তা সঠিক। কারণ তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর থেকেই পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নামতে শুরু করেছে। তাঁর আমলেই ঈগর স্টিমাচের সঙ্গে ঝামেলা শুরু এবং এরপর প্রাক্তন বিশ্বকাপারের চলে যাওয়া। এছাড়া কল্যাণ চৌবে দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় দল উজবেকস্তান, অস্ট্রেলিয়া এবং সিরিয়ার মতো দলের বিরুদ্ধে হেরে যায়। আর তাতেই যে পয়েন্ট তালিকায় তারা অনেকটা পিছিয়ে পড়ে তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ গুলো ড্র করতে পারলেই র্যাঙ্কিং ধরে রাখত ভারত। যদিও তা হয়নি।

অন্যদিকে মানোলো মার্কুয়েজের আমলেও চূড়়ান্ত ব্যর্থ ভারতীয় দল। একনও পর্যন্ত একটিও ম্যাচে জিততে পারেনি তারা। আসন্ন এশিয়া কাপেও ভারত পৌঁছতে পারবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। একের পর এক হারের ফলেই ফিফা ক্রম তালিকাতেও ক্রমশ পিছিয়ে পড়েছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে কল্যাণ চৌবের দিকেই বারবার উঠছে প্রশ্ন।

কারণ তাঁর বিরুদ্ধে একরাশ অভিযোগ রয়েছে। ফেডারেশনের টাকা তছরুপ থেকে নানান অনৈতিক কাজ করার অভিযোগ উঠেছে কল্যাণের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে তাঁর ফিফার দিকে কল্যানের আঙুল তোলা কিন্তু অনেকেই মেনে নিতে পারছেন না।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version