Monday, January 19, 2026

বই খুলে পরীক্ষা! আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া নিয়ম সিবিএসই-র

Date:

Share post:

ওপেন বুক এক্সাম! নবম শ্রেণির পড়ুয়ারা এবার বই খুলে পরীক্ষা দিতে পারবে বলেই সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হবে। গত জুন মাসে সিবিএসই-র (CBSE) সর্বোচ্চ নীতি নির্ধারক বোর্ডের সম্মতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত শুধু নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে। পরে অন্যান্য শ্রেণির জন্যও বই খুলে পরীক্ষা দেওয়ার পরীক্ষা চালু করার চিন্তাভাবনা চলছে। পরীক্ষার ফর্ম্যাট এবং লজিস্টিকগুলিও বুঝতে হবে এই ক্ষেত্রে।

বোর্ড সূত্রে খবর, আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে এই নিয়ম। এই পরীক্ষাপদ্ধতির নাম ওপেন-বুক অ্যাসেসমেন্ট (ওবিএ)। জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (এনসিএফএসই) ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরীক্ষাপদ্ধতি আনা হবে। সংশ্লিষ্ট দফতর মনে করছে এর ফলে পড়ুয়াদের মধ্যে না বুঝে মুখস্ত করার প্রবণতা অনেকটাই কমবে, তাদের বিশ্লেষণী ক্ষমতা অনেকাংশে বাড়বে। ভাষা, গণিত, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান, এই চারটি বিষয়ের পরীক্ষায় বই খুলে উত্তর লিখতে পারবে পড়ুয়ারা। পরীক্ষা চলাকালীন তারা অন্য পাঠ্যবই কিংবা ক্লাসনোটের সাহায্য নিতে পারবে। তবে এই পরীক্ষাপদ্ধতি বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। কী ভাবে পরীক্ষা নেওয়া হবে, সেটা নিয়ে স্কুলগুলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বর মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য পরীক্ষামূলক ভাবে একটি ‘ওপেন-বুক’ পরীক্ষার আয়োজন করা হয়েছিল সিবিএসই’র তরফে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায় পড়ুয়াদের প্রাপ্ত নম্বর ছিল ১২ থেকে ৪৭ শতাংশের মধ্যে। পাঠ্যক্রম এর বাইরে বইয়ের ব্যবহার এবং পাঠ্য বিষয়গুলি সম্পর্কে পড়ুয়াদের বেশির ভাগেরই ধারণা যে একেবারেই স্পষ্ট নয় সেই বিষয়টিই এখানে প্রতিফলিত হয়েছে। তাই এই ধরনের পরীক্ষা পদ্ধতিতে পড়ুয়াদের সার্বিকভাবে উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। তবে বাস্তবে সেটা ঠিক কতটা ফলপ্রসূ হবে সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

spot_img

Related articles

পকেটে ছ্যাঁকা সুরাপ্রেমীদের! রাজ্যে মদের বিক্রি কমল ২০ শতাংশ 

ক্যালেন্ডারের পাতা ওল্টাতেই রাজ্যে সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। ১ ডিসেম্বর থেকে মদের ওপর বাড়তি কর চাপানোর সরকারি সিদ্ধান্তের...

SIR শুনানিতে ডাক নেতাজি-পরিবারের সদস্যদেরও

এসআইআর-এ শুনানির নামে কমিশনের হেনস্থা জারি। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশাপাশি এই হয়রানি থেকে বাদ যাননি নোবেলজয়ী অর্মত্য সেনও।...

সমাধানে ব্যর্থ ফেডারেশন, আনোয়ার ইস্যুতে বড় পদক্ষেপ মোহনবাগানের

২ বছর অপেক্ষা করার পর ফেডারেশনের কার্যত উপর বিরক্ত হয়ে সমস্ত আইন মেনেই আনোয়ার আলি(Anwar Ali )ইস্যুতে এবার...

শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শুটিং, ইডেন পরিদর্শন পরিচালকের

দক্ষিণ আফ্রিকায় যখন প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়(Sourav Ganguly )তখন তাঁর ভক্তদের জন্য সুখবর। আগামী মার্চ মাসেই...