Saturday, November 8, 2025

দিল্লিতে নানা ভাষার ঐক্য: SIR প্রতিবাদে পুলিশি বাধার ‘কালো দিন’ নিয়ে সরব ঋতব্রত

Date:

দেশের জাতি, ধর্ম, ভাষার মধ্যে বিভেদের পাঁচিল তুলে ভোটের ফায়দা লোটার বিজেপির খেলা এবার শেষ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী সাংসদদের একজোট হয়ে প্রতিবাদে ভয় পেয়ে শেষমেশ পুলিশ দিয়ে ধরপাকড় করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার। যে প্রতিবাদ, আলোচনা সংসদে হতে দেয়নি কেন্দ্রের স্বৈরাচারী সরকার, সেই প্রতিবাদ বিরোধী সাংসদরা নামিয়ে আনলেন রাস্তায়। বিজেপির এজেন্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামা বিরোধীদের দেশের বিভেদের মধ্যে ঐক্যের বাস্তব চিত্র, বলেই দাবি তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee)।

দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সমর্থনে বিক্ষোভের পরে সোমবার নির্বাচিত সাংসদরা রাজধানীর রাস্তায় নজিরবিহীন প্রতিবাদে সামিল। প্রত্যেক বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেভাবে প্ল্যাকার্ড (plackard) ও স্লোগান (slogan) দিয়ে বিশেষ নিবিড় সংশোধনীর প্রতিবাদে সামিল হন, তাতে তৃণমূল সাংসদ ঋতব্রত প্রতিক্রিয়ায় জানান, এটাই ভারতের বিভেদের মধ্যে ঐক্যের বাস্তব চিত্র। দেশের সমগ্র বিরোধীরা এখানে ঐক্যবদ্ধ। তাঁদের হাতে নিজেদের ভাষায় প্ল্যাকার্ড (plackard)। তাঁরা নিজস্ব সংস্কৃতির পোশাকে। প্রতিবাদে সরব হয়েছেন নিজেদের মাতৃভাষায়। এটাই সংসদে এসআইআর (SIR) নিয়ে বিজেপির সরকার যে আলোচনা নাকচ করে দিয়েছে, এই প্রতিবাদ তারই বিরুদ্ধে।

আরও পড়ুন: মহিলা সাংসদদের চুল-শাড়ি টেনে নিগ্রহ! দুই তৃণমূল সাংসদ জ্ঞান হারালেন পুলিশি ‘তৎপরতায়’

বিরোধীদের সম্মিলিত সেই প্রতিবাদকে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাকে তৃণমূল সাংসদ ‘কালো দিন’ (black day of democracy) বলে দাবি করে জানান, নির্বাচন কমিশন বিজেপির এজেন্টের কাজ করছে। কমিশনে আমাদের যেতেই দেওয়া হল না। পুলিশ মোতায়েন করা হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের আটকাতে। এটা গণতন্ত্রের কালো দিন। এটাই বাস্তবের সুপার এমার্জেন্সি (super emergency)।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version