ক্যাট কুমার! এবার বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিহারে

Date:

Share post:

কুকুর, ট্র্যাক্টর সেসব এখন অতীত। এবার বিড়ালের নামে বাসিন্দা শংসাপত্রের আবেদন করা হল বিহারে। আবেদনকারীর নাম ‘ক্যাট কুমার’ (Cat Kumar)। বাবার নাম ‘ক্যাটি বস’ (Catie Boss) এবং মায়ের নাম ‘ক্যাটিয়া দেবী’। এই আবেদন নজরে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। রোহতাসের জেলা ম্যাজিস্ট্রেট উদিতা সিং রাজস্ব কৌশল প্যাটেলকে নির্দেশ দিয়েছেন নাসরিগঞ্জ (Nasirgunj) থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে।

কিছুদিন আগেই বিহারে (Bihar) একই ধরনের দুটি ভুয়ো আবেদন জমা পড়েছিল। একটিতে পাটনা (Patna) জেলার মাসৌঢ়ি সার্কেলের অধীনে এক পঞ্চায়েতের আবেদনকারীর নাম ছিল ‘ডগ বাবু’ এবং অন্যটিতে ‘সোনালিকা ট্র্যাক্টর’। এই ভুয়ো আবেদনগুলির ঘটনায় তদন্ত শুরু হয় এবং সেই সময়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়। সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারের পর অতিরিক্ত ধারাও যোগ করা হবে বলে জানা গিয়েছে।

‘বিহার রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট’-এর আওতায় রাজ্যের বাসিন্দারা অনলাইনে বাসিন্দা শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। কিন্তু এখানে নির্দিষ্ট নথিপত্র যাচাই করে তবেই সংশ্লিষ্ট আধিকারিকরা শংসাপত্র জারি করেন। তাই স্বাভাবিকভাবেই বারংবার এহেন ঘটনায় গোটা ব্যবস্থার ওপরই প্রশ্ন উঠেছে। বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই শংসাপত্রের জন্য আবেদন জমা পড়ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ও ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে একাধিক অভিযোগের মধ্যেই বিহারে আরো একবার প্রশাসনিক ব্যর্থতা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়েই। বিহারে SIR শুরু করার পর থেকে বেশ কয়েকবার এমন ছবি সামনে এসেছে। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর পরেই বিশেষ নিবিড় সংশোধনীর বিরোধিতা করে দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

spot_img

Related articles

বিজেপি রাজ্যে দীপাবলিতে ‘কার্বাইড’ ক্র্যাকার বন্দুক ব্যবহারের পর অন্ধত্বের শিকার ১৪ শিশু, হাসপাতালে একাধিক 

এ বারের দীপাবলিতে সবথেকে বেশি বিক্রি হয়েছে ‘কার্বাইড গান’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বাজির ভিডিয়ো। কিন্তু লাগামছাড়া...

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-ডিজিপির ছেলের মৃত্যুতে নয়া মোড়! অবশেষে মুখ খুললেন ডিজিপি 

পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি (Punjab police DGP) মহাম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের মৃত্যু ঘিরে পাঞ্জাবের চরম চাঞ্চল্য। ইতিমধ্যেই...

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটা নাগাদ মায়ানগরীতে অগ্নিকাণ্ড,যোগেশ্বরী ওয়েস্টের (Yogeswari west) এসভি রোডে অবস্থিত জেএমএস বিজনেস সেন্টারে (JMS Business...