হীরের আংটি দিয়ে জর্জিয়ানাকে বিয়ের প্রস্তাব রোনাল্ডোর

Date:

Share post:

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ের বাঁধনে বাধা পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জর্জিয়ানা রডরিগেজকে (Georgia Rodriguez) বিয়ের প্রস্তাব দিলেন খোদ সিআরসেভেন (Cristiano Ronaldo)। দূর্মূল্য হীরের আংটি পরিয়েই জর্জিয়ানা রডরিগেজের সঙ্গে বাগদান সারলেন প্রাক্তন রিয়্যাল মাদ্রিদ তারকা। সেই আংটির মূল্য নিয়েই এখন চলছে জোর জল্পনা। তবে রোনাল্ডোর বিয়ে নিয়ে এখন থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ।

লিওনেল মেসির (Leonel Messi) বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু রোনাল্ডো (Cristiano Ronaldo) কবে বিয়ে করবেন। সেই নিয়েই সিআরসেভেন ভক্তদের মধ্যে কৌতূহল ছিল দীর্ঘদিন ধরে। রিয়্যাল মাদ্রিদে থাকাকালীনই রোনাল্ডোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জর্জিয়ানা রডরিরেজ। সেই থেকেই একসঙ্গে পথ চলা শুরু দুজনের। কিন্তু তাদের বিয়ে কবে হবে, সেই জবাব দিচ্ছিল না তারা। এরই মাঝে জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন জর্জিয়ানা রডরিগেজ।

অবশেষে চার হাত এক হতে চলেছে এবার। এই মুহূর্তে পাঁচ সন্তানের বাবা সিআরসেভেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবল থেকেও অনেকটা দূরে চলে গিয়েছেন এই পর্তুগীজ কিংবদন্তী। তবে পর্তুগালের জার্সিতে এখনও পর্যন্ত নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। ২০২৬ সালের বিশ্বকাপেও খেলবেন বলছেন তিনি। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে এখন সকলে রোনাল্ডোর বিয়ে নিয়েই ব্যস্ত। তার থেকেও বেশি চমকের রোনাল্ডো তাঁর হবু স্ত্রীকে যে উপহার দিয়েছেন।

রোনাল্ডো যে হীরের আংটি উপহার দিয়েছেন জর্জিয়ানাকে তা নাকি ৩০ ক্যারেটেরও বেশি। ভারতীয় মূদ্রায় সেই আংটির দাম নাকি ৫০ লক্ষ মার্কিন ডলার। সেই দাম দেখে কার্যত চোখ কপালে উঠেছে সিআরসেভেন ভক্তদের।

তবে এই খবর কিন্তু রোনাল্ডো দেয়নি তাঁর ভক্তদের। দিয়েছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিয়ানা রডরিগেজ। সোশ্যাল মিডিয়ায় তাঁর আংটি পরা হাতের ছবি দিয়েছন জর্জিয়ানা। সেখানেই ঘোষণা করলেন রোনাল্ডোর সঙ্গে তাঁর বিয়ের কথা।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...

কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

কুলদীপ যাদবের(Kuldeep Yadav) স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও...