Tuesday, January 13, 2026

জীবিত মানুষকে মৃত! কমিশনকে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও জীবিত ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় পেশ করায় কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সমাজকর্মী ও রাজনীতিক যোগেন্দ্র যাদব শুনানিতে দাবি করেন কমিশনের আধিকারিকরা প্রত্যেক ঘরে সংশোধনীর কাজ করার সময় লক্ষ্য রাখে নাম বাদের দিকেই, নাম যুক্ত করায় নয়। তিনি দাবি করেন, ২৮ লক্ষ মানুষের নাম যুক্ত করার অবকাশ থাকলেও তা করা হয়নি। এদিনের শুনানিতে যোগেন্দ্র যাদব (Yogendra Yadav) বিহার থেকে দুজন এমন ব্যক্তিকে পেশ করেন যাঁদের নাম ভোটার তালিকা (voter list) থেকে বাদ দিয়ে দিয়েছে, তারা মৃত বলে। এদিন যোগেন্দ্র যাদবের শুনানির প্রশংসা করে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।

বিহার এসআইআর নিয়ে বিরোধীদের দায়ের করা একাধিক মামলার শুনানিতে বিহারে এসআইআর (Bihar SIR) প্রক্রিয়া জারি রাখার পক্ষে পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট (Supreme Court)। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এই ইস্যু দীর্ঘদিনের বকেয়া। শাসক ও বিরোধী উভয় পক্ষের বিশ্বাসযোগ্যতার বিষয়টি এখানে নির্ভর করছে। আদালতের পর্যবেক্ষণ, যাঁদের নাম অনৈতিকভাবে বাদ পড়েছে তাদের তালিকা চেয়ে পাঠায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে দায়ী করে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

সেখানেই নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেন, এই ধরনের প্রক্রিয়ায় ভুল হওয়া অনিবার্য। তবে ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে সেই ভুল সংশোধনের অবকাশ রয়েছে।

আরও পড়ুন: বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, কমিশন আধার বা ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করছে না। বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ, এই নথি প্রকৃত অর্থে কোন স্থানের বাসিন্দা তার প্রমাণ দেয় না। আদালতের পর্যবেক্ষণ, যে সব নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে চাওয়া হয়েছে তার কিছু নাগরিকদের থাকা আবশ্যক বলে।

spot_img

Related articles

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...