শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

Date:

Share post:

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের কারণে আরও ২৫ শতাংশ শুল্কের বোঝা ভারতীয় ব্যবসায়ীদের ঘাড়ে। তার এক সপ্তাহের মধ্যেই চিনের উপর শুল্ক (tariff) লাগু করায় ফের একবার পিছু হঠলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যে আমেরিকা (USA) ও চিনের (China) বাণিজ্যিক শত্রুতা বিশ্বে পরিচিত, সেই দুই দেশ শুল্ক সমঝোতায় আসায় ফের একবার প্রশ্নের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিদেশ নীতি।

সোমবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, চিনের উপর ১৪৫ শতাংশ শুল্ক লাগু করার যে ঘোষণা করেছিলেন, তা আরও ৯০ দিনের জন্য স্থগিত। প্রাথমিকভাবে মে মাসে চিনের উপর শুল্কের ঘোষণা করার পরেও ৯০ দিনের জন্য তা স্থগিত রাখে ট্রাম্প। অগাস্ট মাসে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ফের শুল্ক স্থগিতের ঘোষণা।

সেখানেই প্রশ্নের মুখে নরেন্দ্র মোদির আমেরিকা-নীতি। বলা ভালো, ট্রাম্প-নীতি। তিনি আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে ভালোর এমন ছবি তুলে ধরেছিলেন, যা ডাহা ফেল প্রমাণিত। রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ২৫ শতাংশ গুনাগার দিতে হচ্ছে দেশকে। অথচ এই রাশিয়ার সঙ্গে বাণিজ্য জারি রয়েছে চিনেরও। তা সত্ত্বেও আমেরিকা-চিন শুল্ক যুদ্ধে কোথাও রাশিয়ার প্রভাবের কথাই এলো না। কেন ভারত এই বিতর্ক এড়াতে পারল না, প্রশ্ন রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: শুল্ক যুদ্ধে পিছু হঠল আমেরিকা-চিন, বাড়ল ডলার-ইউয়ানের মান

ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে চিন। চিনা বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, চিন (China) ও আমেরিকার (USA) মধ্যে উভয়ের জয়ের নীতি অবলম্বন করাই ভালো। দমননীতি ও শাসকের দৃষ্টিভঙ্গি কখনই সমাধানের পথে নিয়ে যেতে পারে না।

spot_img

Related articles

আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী: যাবেন পার্শ্ববর্তী বিপর্যস্ত এলাকাতেও

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি বুঝে নিতে দ্বিতীয়বার উত্তরের তিন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর উত্তরবঙ্গে...

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...