Wednesday, August 20, 2025

দূষণ রোধে বড় পদক্ষেপ, রাজ্যের ছ’টি শহরে মিলবে সাত দিনের বায়ুমান পূর্বাভাস

Date:

রাজ্যের বায়ু দূষণ রোধে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বায়ু দূষণের নিরিখে শীর্ষস্থানে থাকা রাজ্যের ছ’টি শহর—কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, আসানসোল, দুর্গাপুর ও হলদিয়ায় এবার মিলবে সাত দিনের আগাম বায়ুর মানের পূর্বাভাস। বেঙ্গালুরু-ভিত্তিক এক অভিজ্ঞ সংস্থার সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) পূর্বাভাস দেওয়া হবে।

আবহাওয়া দফতরের মতোই ‘পরিবেশ অ্যাপ’-এর মাধ্যমে সাধারণ মানুষও এই তথ্য জানতে পারবেন। শীতকালে দূষণের মাত্রা তুলনামূলক বেশি থাকায় আগামী শীতেই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। একিউআই পূর্বাভাস ব্যবস্থা চালু হলে পরিবহন দফতর, হাউজিং সোসাইটি, পুরসভা সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আগাম সতর্কবার্তা দেওয়া হবে, যাতে আগে থেকেই দূষণ রোধে ব্যবস্থা নেওয়া যায়।

জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচি (এনসিএএপি)-এর আওতায় এই ছ’টি শহর দীর্ঘদিন ধরে উচ্চ পিএম১০ মাত্রার কারণে তালিকাভুক্ত। ২০১৯ সালে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য ২০২৬ সালের মধ্যে পিএম১০ স্তর ৪০ শতাংশ কমানো।

পর্ষদের ২০২৪-২৫ সালের পরিসংখ্যান জানাচ্ছে, রাজ্যে খোলা আকাশের নীচে বায়োমাস পোড়ানোর ঘটনা ঘটেছে ২৬,৭৪৮টি। এর মধ্যে কৃষি ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা ১৯,৭২১টি, বনদাহ ৬,১৩৭টি, কয়লাখনি এলাকায় অগ্নিকাণ্ড ৮৭৩টি এবং ডাম্পিং গ্রাউন্ডে আগুনের ঘটনা ১৭টি। তবে গত কয়েক বছরে মিলেছে সাফল্যও। কলকাতায় পিএম১০ স্তর ২০১৭ সালের ১৪৭ থেকে ২০২৩-২৪ সালে নেমেছে ৯৪-এ, হাওড়ায় ১৩৯ থেকে ১১১-এ, দুর্গাপুরে ১৫০ থেকে ১০৬-এ এবং আসানসোলে ১৪৭ থেকে ১০৮-এ। হলদিয়ায় পিএম২.৫ মাত্রা কমে ৩৮ হওয়ায় তা ৪০-এর অনুমোদিত সীমারও নীচে নেমেছে এবং সারা দেশের উল্লেখযোগ্যভাবে বায়ুমান উন্নত হওয়া দশ শহরের মধ্যে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন – ‘রাত্তিরের সাথী’-‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, রাজ্যের প্রকল্পগুলির ঢালাও প্রশংসা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version