বড়বাজারের একটি লজ থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে। বিহারের (Bihar) বাসিন্দা ওই যুবকের মৃত্যুর তদন্তে বড়বাজার থানার পুলিশ (Burrabazar police station)।

বুধবার সকালে বড়বাজারের (Burrabazar) জনবহুল এলাকার একটি লজে পবন কুমার দাস নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই বড়বাজার থানার পুলিশ লজে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। যুবকের পরিচয় পত্র দেখে জানা যায় তিনি বিহারের বাসিন্দা।

আরও পড়ুন: পথকুকুর নিয়ে সুপ্রিম রায়: প্রতিবাদে সরব বলিউড

কলকাতায় কোন কাজে এসেছিলেন ওই যুবক, তদন্ত করছে পুলিশ। কাদের সঙ্গে লজে ছিলেন, তাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মঙ্গলবার রাতে মৃত পবন মদের অর্ডার দিয়েছিলেন। ওই লজের নিয়ম অনুযায়ী এক ঘরে একাধিক অপরিচিত ব্যক্তি থাকতে পারেন। ফলে সেই সময়ে ওই ঘরে কারা ছিলেন, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

–

–

–

–

–

–
