পাশাপাশি, কাছাকাছি আরও একবার। বুধের দুপুরে লাল পোশাকের রংমিলান্তিতে নৈহাটির বড়মা মন্দিরে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev- Shubhashree Ganguly। দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একসঙ্গে দে-শু (DeSu)। লাল পাঞ্জাবি-পাজামায় নজর কাড়লেন ‘ধূমকেতু’র নায়ক। নায়িকার পরনে লাল শাড়ি, সোনার গয়না। মায়ের সামনে বসে হাত জোড় করে পুজো দিলেন যুগলে। বৃহস্পতিতে ‘ধূমকেতু’র (Dhumketu)সঙ্গে দেখা গেল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly),সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে (Partha Bhowmick)। প্রিয় জুটিকে দেখতে ভক্তদের চেনা উন্মাদনায় নায়ক – নায়িকার চোখে মুখে খুশির ঝিলিক। ছবির সাফল্য কামনায় অঞ্জলি দিলেন, আরতি করলেন ‘ধূমকেতু’ জুটি। পুরোহিত দেব-শুভশ্রীর কপালে এঁকে দেন সিঁদুরের মঙ্গলটিকা। ‘দেব-দেবী’কে এক ঝলক দেখার জন্য ব্যাকুল সবাই। খোলা ছাদে নায়ক-নায়িকাকে বাঁধনহারা উল্লাস অনুরাগীদের। ভালোবাসার জনগর্জনে মুখরিত ‘দেশু’ স্লোগান।

নজরুল মঞ্চে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখার পর থেকে কৌতূহল বাড়ছিল। আর কি সিনে মুক্তির আগে এভাবে দেখা দেবেন না তাঁরা? ‘পরান যায়…’ জুটি যে ভক্তদের মন পড়তে জানেন। বুধের সকাল থেকেই ভিড় বাড়ছিল নৈহাটির বড়মা মন্দির চত্বরে। সময়মতো হাজির হলেন তারকা জুটি। চোখে মুখি ঝলমলে হাসি। কখনও হাতের মুদ্রায় অনুরাগীদের উদ্দেশে ভালবাসা এঁকে দিয়েছেন আবার কখনও হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। ভিড়ের ঠেলায় যানজট হওয়ার জোগাড়। হয়তো আজকের এই ছবি বৃহস্পতির ছবি মুক্তির আগে একটা ট্রেলার ছিল মাত্র। হিসেব বলছে অগ্রিম বুকিং রেকর্ড গড়েছে। আর হয়তো বারো ঘণ্টার অপেক্ষা। তারপরই ‘ধূমকেতু’র প্রথম শোয়ের নয়া ইতিহাস তৈরি হবে।

–

–

–

–

–

–

–

–

–