সাম্প্রতিক সব রেকর্ড ভেঙে ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট বিক্রি ‘ধূমকেতু’র (Dhumketu)। বলিউডের মেগা মুভি ‘ওয়ার টু’-কে (War-2) এমনভাবে পিছনে ফেলে দিচ্ছে দেব-শুভশ্রী জুটি, তা এবার বোম্বে ইন্ডাস্ট্রির শিরোনামেও জায়গা করে নিল।
১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। বাংলা সিনেমা তো বটেই, এবার বলিউডকেও জোর টক্কর এই সিনেমার। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক সময়ে যে কটি বাংলা চলচ্চিত্র সিনেমা হলে প্রথম দিনেই বিপুল দর্শক টেনেছে তাদের রেকর্ড ছাপিয়ে গিয়েছে ‘ধূমকেতু’। ২০২৪-এ দেবের ‘খাদান’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো-র (first day first show) টিকিট বিক্রি হয়েছিল ২৪,২০০। ২০২৩-এ ‘দশম অবতারে’র সংখ্যাটা ছিল ৩৫ হাজার। ২০২২-এ ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ বাজার করেছিল ৫০ হাজার। আর ‘ধূমকেতু’ বুধবারেই ফার্স্ট ডে ফার্স্ট শো পার করেছে ৫৫,১৬০। এখনও একদিন সুযোগ রয়েছে টিকিট কাটার।
এসব দেখে কার্যত ব্যোমকে গিয়েছে বলিউড। একই উইক এন্ডে মুক্তি পাচ্ছে ঋত্ত্বিক রোশন, জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশন মুভি ‘ওয়ার-টু’। একদিকে ‘ওয়ার’-এর সাফল্য, অন্যদিকে ‘আরআরআর’-এর পরে এনটিআর জুনিয়রের জনপ্রিয়তা বৃদ্ধি। গোটা দেশে যেখানে ‘ওয়ার টু’ এখনই সাড়া ফেলে দিয়েছে, সেখানে বাংলায় মুক্তির আগেই পিছিয়ে পড়েছে ‘ওয়ার টু’ (War-2)। সৌজন্যে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ (Dhumketu)।
আরও পড়ুন: সকাল ৭টায় ‘ধূমকেতু’র প্রথম শো, ইতিহাস তৈরি করে বাংলায় ট্রেন্ড সেট দেবের!
উইক এন্ডে বাস্তবেই জমে উঠেছে বলিউড-টলিউড সিনে যুদ্ধ। যেখানে মুম্বই-এর মিডিয়াও আশ্চর্য। তারাও এগিয়ে রাখছে ‘ধূমকেতু’-কে। ১১ অগাস্ট ‘ওয়ার-টু’ এর টিকিটের অগ্রিম বুকিং হয়েছিল ৫০০০, যেখানে তখনও পর্যন্ত ‘ধূমকেতু’র টিকিট বিক্রির সংখ্যা পার করেছিল ১৮ হাজার।
–
–
–
–
–