Wednesday, November 12, 2025

বলিউডের ঘুম ছুটিয়ে আছড়ে পড়ছে ‘ধূমকেতু’! রেকর্ড ফার্স্ট ডে টিকিট বিক্রি

Date:

সাম্প্রতিক সব রেকর্ড ভেঙে ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট বিক্রি ‘ধূমকেতু’র (Dhumketu)। বলিউডের মেগা মুভি ‘ওয়ার টু’-কে (War-2) এমনভাবে পিছনে ফেলে দিচ্ছে দেব-শুভশ্রী জুটি, তা এবার বোম্বে ইন্ডাস্ট্রির শিরোনামেও জায়গা করে নিল।

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। বাংলা সিনেমা তো বটেই, এবার বলিউডকেও জোর টক্কর এই সিনেমার। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক সময়ে যে কটি বাংলা চলচ্চিত্র সিনেমা হলে প্রথম দিনেই বিপুল দর্শক টেনেছে তাদের রেকর্ড ছাপিয়ে গিয়েছে ‘ধূমকেতু’। ২০২৪-এ দেবের ‘খাদান’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো-র (first day first show) টিকিট বিক্রি হয়েছিল ২৪,২০০। ২০২৩-এ ‘দশম অবতারে’র সংখ্যাটা ছিল ৩৫ হাজার। ২০২২-এ ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ বাজার করেছিল ৫০ হাজার। আর ‘ধূমকেতু’ বুধবারেই ফার্স্ট ডে ফার্স্ট শো পার করেছে ৫৫,১৬০। এখনও একদিন সুযোগ রয়েছে টিকিট কাটার।

এসব দেখে কার্যত ব্যোমকে গিয়েছে বলিউড। একই উইক এন্ডে মুক্তি পাচ্ছে ঋত্ত্বিক রোশন, জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশন মুভি ‘ওয়ার-টু’। একদিকে ‘ওয়ার’-এর সাফল্য, অন্যদিকে ‘আরআরআর’-এর পরে এনটিআর জুনিয়রের জনপ্রিয়তা বৃদ্ধি। গোটা দেশে যেখানে ‘ওয়ার টু’ এখনই সাড়া ফেলে দিয়েছে, সেখানে বাংলায় মুক্তির আগেই পিছিয়ে পড়েছে ‘ওয়ার টু’ (War-2)। সৌজন্যে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ (Dhumketu)।

আরও পড়ুন: সকাল ৭টায় ‘ধূমকেতু’র প্রথম শো, ইতিহাস তৈরি করে বাংলায় ট্রেন্ড সেট দেবের!

উইক এন্ডে বাস্তবেই জমে উঠেছে বলিউড-টলিউড সিনে যুদ্ধ। যেখানে মুম্বই-এর মিডিয়াও আশ্চর্য। তারাও এগিয়ে রাখছে ‘ধূমকেতু’-কে। ১১ অগাস্ট ‘ওয়ার-টু’ এর টিকিটের অগ্রিম বুকিং হয়েছিল ৫০০০, যেখানে তখনও পর্যন্ত ‘ধূমকেতু’র টিকিট বিক্রির সংখ্যা পার করেছিল ১৮ হাজার।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version