Wednesday, August 20, 2025

কন্যাশ্রীরা দেশ চালাবে, ওদের নিজের পায়ে দাঁড়াতে দিন, বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

আমার কন্যাশ্রীরা (Kanyashree) বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখাবে। বিশ্বকে বার্তা দেবে, আমরা ঐক্যবদ্ধ, আমরা সঙ্ঘবদ্ধ। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে দ্বাদশ কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি আজকের সমাজে অভিভাবকদের উদ্দেশে তাঁর সুস্পষ্ট বার্তা,

মেয়েদের বিয়ে দেওয়ার জন্য চাপ দেবেন না। কন্যাশ্রীদের (Kanyashree) নিজের পায়ে দাঁড়াতে দিন। মেয়েরা তাদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে। আর বিয়ে দেওয়ার এত তাড়া কেন? ১৮ বছর বয়স হলে কন্যাশ্রীরা ২৫ হাজার টাকা পাচ্ছে। সেই টাকা ব্যাঙ্কে রেখে দিন। তারপর রূপশ্রী (Rupashree) রয়েছে। সেখানেও ২৫ হাজার টাকা পাচ্ছে। তাহলে বাবা-মায়ের তো এত চিন্তা করার কিছু নেই। মনে রাখবেন, মেয়েরা যেমন সংসার চালায়, তেমন মেয়েরা প্লেন চালায়, দেশও চালায়। নাসা থেকে ভাষা সর্বত্রই কন্যাশ্রীরা জয় করতে পারে। তাই বলছি কন্যাশ্রীদের মাথা উঁচু করে দাঁড়াতে দিন। তাহলেই তারা একদিন বিশ্বশ্রী হয়ে উঠবে।

এ প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, শুধু কন্যাশ্রী বা রূপশ্রী নয়, ‘সবুজ সাথী’র সাইকেল থেকে ‘তরুণের স্বপ্ন’-এ স্মার্টফোন দিচ্ছে রাজ্য সরকার। পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য এবং গবেষণার জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপও দেওয়া হচ্ছে। সব টাকা বন্ধ করে দিচ্ছে কেন্দ্র, তা সত্ত্বেও আমরা সব প্রকল্প চালিয়ে যাচ্ছি। সব টাকা নিজেরাই দিচ্ছি। তাই কন্যাশ্রীদের সাত তাড়াতাড়ি বিয়ের চাপ দেবেন না। তাদের প্রতিভা প্রকাশের সুযোগ দিন। তাদের বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে দিন।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version