পর্ন কাণ্ড নিয়ে বিতর্ক এখনো তরতাজা। তার মধ্যে ফের অস্বস্তিতে পড়লেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন দুজনের বিরুদ্ধে। তিনি দাবি করেন, তিনি ব্যবসায়িক কারণে এই বিপুল টাকা রাজ এবং শিল্পাকে (Shilpa Shetty) দিয়েছিলেন। সেই অর্থ ব্যবসায় না লাগিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন তাঁরা। ওই ব্যবসায়ী বিষয়টি নিয়ে মুম্বইয়ের জুহু থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর মামলাটিকে অর্থনৈতিক অপরাধ দমন শাখায় (ইওডব্লিউ) স্থানান্তরিত করা হয়।
দীপক দাবি করেন রাজেশ আর্য নামে এক এজেন্ট তাঁকে রাজ এবং শিল্পার (Shilpa Shetty) সঙ্গে আলাপ করিয়েছিলেন। একটি অনলাইন রিটেল প্ল্যাটফর্ম ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর ছিলেন রাজ এবং শিল্পা। সংশ্লিষ্ট সংস্থাতে তাঁদের বিনিয়োগ ছিল ৮৭.৬ শতাংশ। রাজ শিল্পা তাঁর থেকে ১২ শতাংশ সুদে ৭৫ কোটি টাকা লোন চান এবং পরে এই অর্থ বিনিয়োগের মাধ্যমে দেওয়ার আবেদন করেন। কম কর দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়। ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯ কোটি টাকা তিনি তাঁদের দিয়েছিলেন। ধাপে ধাপে ২০২৩ সালের মধ্যে তাঁদের ৬০.৪৮ কোটি টাকা দিয়েছিলেন তিনি,যা তাঁরা ব্যক্তিগত কাছে ব্যবহার করেছিলেন।
প্রসঙ্গত, ২০২১ সালে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি তৈরি করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। হটশট নামে একটি অ্যাপের মাধ্যমে পর্নছবি বিক্রি করতেন তিনি, এমনই অভিযোগ ওঠে তবে এখন ওই মামলায় জামিনে মুক্ত রাজ।
–
–
–
–
–
–
–
–