লাগাতার বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কখনও মুখ্যমন্ত্রীকে, কখনও পুলিশকে লক্ষ্য করে অশালীন মন্তব্য, যার ফলে ক্ষোভ বাড়ছে বলে সাধারণ মানুষের মধ্যে। বুধবার সিঙ্গুরে সভায় যাওয়ার পথে ডানকুনির টোল প্লাজায় শুভেন্দুকে দেখেই স্থানীয় মানুষজন ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ ধ্বনি তোলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিঙ্গুরের সভামঞ্চ থেকে ফের অশালীন মন্তব্য করেন তিনি— অভিযোগ তৃণমূলের। স্থানীয়দের বক্তব্য, বাংলায় থেকে ‘জয় বাংলা’ শুনে রাগ হলেও তাঁকে বারবার এই স্লোগান শোনানো হবে।

এই প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এখন এত বড় বড় কথা বলছে কেন? যদি ধরেও নিই ২০০৫ সালে সিঙ্গুরে কাজ শুরু, তবে ১৫ বছর চুপ করে ছিল কেন? তখন তো মন্ত্রী-সাংসদ সবই ছিল। তখন বলেনি কেন? আর ২০২১ সালেও ভোট হয়েছে, বিজেপি নেতারা প্রতিদিন যাতায়াত করেছে, তাতে কী হয়েছে?তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল দো-ফসলি, তিন-ফসলি জমি রক্ষার জন্য। সিঙ্গুরের জমি-শিল্প নীতি সিপিএমের ভুল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের তাড়াননি, মন্তব্য কুণালের।

আরও পড়ুন- স্বাধীনতা দিবস ঘিরে রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা, রেড রোডে প্রস্তুতি তুঙ্গে

_

_

_

_

_

_

_
_