Saturday, January 10, 2026

SIR-এর শেষ দেখে ছাড়বে তৃণমূল, সুপ্রিম রায় বিপক্ষে গেলে রিভিউ পিটিশন: সাফ জানালেন অভিষেক

Date:

Share post:

SIR নিয়ে দেশের শীর্ষ আদালতের রায় বিরুদ্ধে গেলে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে তৃণমূল৷ বৃহস্পতিবার দিল্লির ২০ রাজেন্দ্রপ্রসাদ রোডে দলের পার্টি অফিসে বসে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ তাঁর দাবি, যেদিন সাধারণ মানুষ বুঝতে পারবে যে এসআইআর তাদের ভোটাধিকার ছিনিয়ে নিচ্ছে সেদিন থেকে শুরু হবে গণ-আন্দোলন৷ আদালত থেকে রাজনীতির ময়দান, তৃণমূল শেষ দেখবে, জানান অভিষেক৷ এসআইআর ইস্যুতে সবার আগে সরব হয়েছিল তৃণমূল। পরে বিরোধী শিবির ইন্ডিয়া-র বৈঠকেও জানান অভিষেক নিজেই৷ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে ভোটার তালিকার ভুয়ো ভোটার ধরা হচ্ছে না কেন? প্রশ্ন তোলেন অভিষেক৷

একইসঙ্গে এদিন অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনওভাবেই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রয়োগ করতে দেবে না তৃণমূল৷ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে বাংলার মানুষ পথে নেমে বিজেপির চক্রান্তের মোকাবিলা করবে৷ প্রয়োজনে দিল্লিতে লক্ষাধিক লোকের সমাবেশ করে এসআইআর বিরোধী আন্দোলন করা হবে বলেও জানান অভিষেক৷

এসআইআর প্রসঙ্গে বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে অভিষেক জানান, অবসরপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি৷ তাঁর মতে, রাজীব কুমারই আসল দোষী, তার আমলেই তৈরি হয়েছিল এই ভোটার তালিকা, যা ভুয়ো ভোটারে ভর্তি৷ এই কারণেই তিনি লোকসভা ভেঙে নতুন করে ভোটের দাবি তুলেছেন- জানান অভিষেক৷ বিজেপি তাঁর পদত্যাগ চাইছে৷ তিনি পদত্যাগ করতে রাজি, এক মিনিটে পদ ছাড়বেন, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ গোটা সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন করে লোকসভার ভোট গ্রহণ করতে হবে৷

যেভাবে নির্বাচন কমিশন এসআইআর-র নামে জন্মের সংশাপত্র চাইছে, তা পুরোপুরি অবৈধ বলে অভিযোগ অভিষেকের৷ এই প্রসঙ্গেই তাঁর তোপ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজের বাবা-মার জন্মের সংশাপত্র দেখাতে পারবেন তো! অভিষেক মনে করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন একটি মনোনীত সংস্থা, রাজ্য সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত৷ মানুষের রায়ই শেষ কথা বলবে জানান অভিষেক৷ বাংলায় এসআইআর করার চেষ্টা করেও বিজেপি আগামী বছরের বিধানসভা ভোটে কোনও লাভ করতে পারবে না, দাবি করেন অভিষেক৷

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...