SIR নিয়ে দেশের শীর্ষ আদালতের রায় বিরুদ্ধে গেলে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে তৃণমূল৷ বৃহস্পতিবার দিল্লির ২০ রাজেন্দ্রপ্রসাদ রোডে দলের পার্টি অফিসে বসে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ তাঁর দাবি, যেদিন সাধারণ মানুষ বুঝতে পারবে যে এসআইআর তাদের ভোটাধিকার ছিনিয়ে নিচ্ছে সেদিন থেকে শুরু হবে গণ-আন্দোলন৷ আদালত থেকে রাজনীতির ময়দান, তৃণমূল শেষ দেখবে, জানান অভিষেক৷ এসআইআর ইস্যুতে সবার আগে সরব হয়েছিল তৃণমূল। পরে বিরোধী শিবির ইন্ডিয়া-র বৈঠকেও জানান অভিষেক নিজেই৷ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে ভোটার তালিকার ভুয়ো ভোটার ধরা হচ্ছে না কেন? প্রশ্ন তোলেন অভিষেক৷

একইসঙ্গে এদিন অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনওভাবেই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রয়োগ করতে দেবে না তৃণমূল৷ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে বাংলার মানুষ পথে নেমে বিজেপির চক্রান্তের মোকাবিলা করবে৷ প্রয়োজনে দিল্লিতে লক্ষাধিক লোকের সমাবেশ করে এসআইআর বিরোধী আন্দোলন করা হবে বলেও জানান অভিষেক৷

এসআইআর প্রসঙ্গে বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে অভিষেক জানান, অবসরপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি৷ তাঁর মতে, রাজীব কুমারই আসল দোষী, তার আমলেই তৈরি হয়েছিল এই ভোটার তালিকা, যা ভুয়ো ভোটারে ভর্তি৷ এই কারণেই তিনি লোকসভা ভেঙে নতুন করে ভোটের দাবি তুলেছেন- জানান অভিষেক৷ বিজেপি তাঁর পদত্যাগ চাইছে৷ তিনি পদত্যাগ করতে রাজি, এক মিনিটে পদ ছাড়বেন, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ গোটা সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন করে লোকসভার ভোট গ্রহণ করতে হবে৷

যেভাবে নির্বাচন কমিশন এসআইআর-র নামে জন্মের সংশাপত্র চাইছে, তা পুরোপুরি অবৈধ বলে অভিযোগ অভিষেকের৷ এই প্রসঙ্গেই তাঁর তোপ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজের বাবা-মার জন্মের সংশাপত্র দেখাতে পারবেন তো! অভিষেক মনে করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন একটি মনোনীত সংস্থা, রাজ্য সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত৷ মানুষের রায়ই শেষ কথা বলবে জানান অভিষেক৷ বাংলায় এসআইআর করার চেষ্টা করেও বিজেপি আগামী বছরের বিধানসভা ভোটে কোনও লাভ করতে পারবে না, দাবি করেন অভিষেক৷

–

–

–

–

–

–

–