Friday, December 5, 2025

সব ভাষা শিখুন কিন্তু মাতৃভাষাকে ভুলবেন না: কন্যাশ্রীদের বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলাভাষীদের আক্রান্ত বিজেপিশাসিত রাজ্যে। বাংলাভাষাকে কখনও বাংলাদেশী ভাষা বা কখনও কোনও ভাষাই না এই তকমা দিচ্ছেন কেন্দ্রের অধীনস্থ পুলিশ ও বিজেপির নেতা। এর প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, কন্যাশ্রী দিবসে মাতৃভাষাকে সম্মানের বার্তা দিলেন তিনি। ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে মমতা বলেন, “সব ভাষাই জানা উচিত। যত ভাষা শিখবেন তত উন্নত হবেন।। দয়া করে মাতৃভাষাকে (Mother Tongue) ভুলবেন না”।

বাংলাভাষার অপমানে গর্ডে উঠেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা তৃণমূলের (TMC) সভানেত্রী। প্রত্যেক শনি-রবিবার রাজ্যের ব্লকে ব্লকে বাংলাভাষীর উপর আক্রমণ ও বাংলাভাষার অপমানের প্রতিবাদে ভাষা আন্দোলন করছেন তৃণমূলের নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান থেকে বাংলাভাষাকে সম্মান করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”আপনাদের সকলকে বলবো বিশ্বের মুকুট আপনার মাথায় করুন। বিশ্ব জয় করুন। নাসা থেকে ভাষা সবটাই বাংলা নিয়ে। আমাদের বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। আমি মনে করি দেশের সেরা বাংলা, বিশ্বসেরা বাংলা। উৎসবে সেরা বাংলা। উন্নয়নে সেরা বাংলা। নাসা থেকে ভাষা বাংলা। এটা আমি গতকাল লিখছিলাম। বাংলা ভাষার মতো মাধুর্য কোথাও পাবেন না। প্রয়োজনে অবশ্যই ইংরেজি শিক্ষা দরকার। কিন্তু বাংলা ভুলে নয়। সব ভাষাই জানা উচিত। যত ভাষা শিখবেন তত উন্নত হবেন। দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না মাটি তাকে ভুলবেন না মাকে ভুলবেন না।”

বাংলা মণীষীদের স্মরণ করে মমতা (Mamata Banerjee) বলেন, ”এই মাটি স্বামীর রামকৃষ্ণ, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, দেশবন্ধুর মাটি। বিদ্যাসাগরের মাটি। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরাদের মাটি। রবীন্দ্রনাথ পাঞ্জাব থেকে শুরু করে বাংলায় শেষ করেছিলেন জাতীয় সংগীত। বাংলা না থাকলে ভারত স্বাধীনতা পেত না। রাজা রামমোহন রায় বাংলা থেকে সতীদাহ প্রথা রদ করেছেন। বাবাসাহেব আম্বেদকর নির্বাচিত হয়েছিলেন এই বাংলা থেকে। যেদিন স্বাধীন ভারত শপথ গ্রহণ করছে সেদিন গান্ধীজি ছিলেন এই বাংলায় বেলেঘাটায়।”

এর পরেই বিজেপির নাম না করে মমতা বলেন, যারা একদিন এক কাপড়ে খালি পায়ে চলে এসেছিলেন তাঁরা তো নাগরিক বলে গণ্য হয়েছিলেন। কিন্তু অযথা বাংলা ভাষায় কথা বলার জন্য বিদেশী তকমা দেওয়া হচ্ছে। তোমরা বাংলা ভাষাকে অপমান করবে কেন! রবীন্দ্রনাথ নজরুলরা কোন ভাষায় কথা বলতেন? রবীন্দ্র লিখেছিলেন জাতীয় সংগীত। বন্দেমাতরম বঙ্কিমচন্দ্রের। জয় হিন্দ সুভাষ চন্দ্রের। আমরা জয় বাংলা বলি কারণ চাই বাংলা বিশ্ব বাংলা হোক।”
আরও খবরমুখে নারী ক্ষমতায়নের কথা বলি না, কাজে করে দেখাই-‘কন্যাশ্রী’ দিবসে পোস্ট মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...