মালদহের কালিয়াচক থানার জামালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখকে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পুলিশ। ঘরের ছেলেকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার। অবশেষে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে মালদহের পরিযায়ী শ্রমিক আমির শেখ (Amir Sheikh) বাড়ি ফিরতে পারলেন।
আমিরের আটক সংক্রান্ত সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর (Tapabrata Chakraborty) ডিভিশন বেঞ্চে রাজ্য জানায়, পুলিশকে বিএসএফ একটি অভিযোগ জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে যে, আমির সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। তাঁকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ পুশব্যাকের ঘটনা বিএসএফ এখন অস্বীকার করছে বলে অভিযোগ পরিবারের। এরপর আদালতের নির্দেশমতো, আমির শেখকে বুধবার বিকেলে বসিরহাট থানার পুলিশের (Basirhat Police) হাতে তুলে দেয় বিএসএফ (BSF)। প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আমিরের ফিরে আসায় খুশি এলাকাবাসীও।
–
–
–
–
–
–
–
–
–