“অধিকার কেড়ে নিতে দেব না”- বৃহস্পতিবার, সন্ধেয় বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ভোটার তালিকা সংশোধন নাম না করে নির্বাচন কমিশন ও মোদি সরকারকে এক তিরে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রী।
প্রাক্-স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে মমতা বলেন, “অনেক লড়াই করেছি। এই লড়াইও করব।“ এর পরেই অভিযোগ করে তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
মমতার কথায়, “নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।“ এ দিন সুপ্রিম কোর্টের শুনানি প্রসঙ্গে তিনি বলেন, “আমি একটু আশ্বস্ত। আধার কার্ডকে নথি হিসেবে মান্যতা দেওয়া হয়েছে।“ তৃণমূল সুপ্রিমোর কথায়, বাংলার মানুষের স্বাধীনতা কাড়ার চেষ্টা হলে, তাঁদের লাশের উপর দিয়ে যেতে হবে-হুঙ্কার মমতার।
আরও পড়ুন – বাংলাকে অপমান মানে দেশকে অপমান! কন্যাশ্রী দিবসে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
_
_
_
_
_
_
_
