Tuesday, November 4, 2025

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভারতে আসতে পারেন রোনাল্ডো

Date:

ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! শুক্রবার কুয়ালালামপুরে হয়েগেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ বিন্যাস। সেখানেই গ্রুপ ডি-তে রোনাল্ডোর আল নাসেরের সঙ্গে রয়েছে এফসি গোয়া (FC Goa)। আর তাতেই ভারতের মাটিতে প্রথমবার সিআর সেভেনের (Cristoano Ronaldo) আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ হোম এবং অ্যাওয়ে ম্যাচ নিয়মে হয়। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছে সকলে। গোয়া ছাড়াও আসন্ন এএফসিতে (AFC) রয়েছে ভারতের আরেকটা ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টও।

শুক্রবার সকাল থেকেই সকলের নজর রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ বিন্যাসের দিকে। সেখানেই এফসি গোয়ার সঙ্গে এক গ্রুপে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। অর্থাত্ সৌদির মাঠে যে ভারতীয় দল এবার রোনাল্ডোর মুখোমুখি হবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে সিআর সেভেনের (CR7) ভারতে আসার সম্ভাবনাও দেখা দিয়েছে। এমনটা হলে এই প্রথমবার ভারতের মাটিতে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

তবে শোনা যাচ্ছে যে আল নাসেরের সঙ্গে নাকি রোনাল্ডোর (Cristiano Ronaldo) চুক্তিতে একটা যুক্তি রয়েছে। সেখানে নাকি বলা রয়েছে অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে রোনাল্ডো নিজের নাম সরিয়ে নিতে পারেন। যদিও সরকারীভাবে এমন কোনও কথা এখনও পর্যন্ত রোনাল্ডো কিংবা ক্লাবের তরফে জানানো হয়নি। এফসি গোয়ার সঙ্গে গ্রুপ ডি তে রয়েছে আল নাসের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version