Wednesday, August 20, 2025

ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! শুক্রবার কুয়ালালামপুরে হয়েগেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ বিন্যাস। সেখানেই গ্রুপ ডি-তে রোনাল্ডোর আল নাসেরের সঙ্গে রয়েছে এফসি গোয়া (FC Goa)। আর তাতেই ভারতের মাটিতে প্রথমবার সিআর সেভেনের (Cristoano Ronaldo) আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ হোম এবং অ্যাওয়ে ম্যাচ নিয়মে হয়। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছে সকলে। গোয়া ছাড়াও আসন্ন এএফসিতে (AFC) রয়েছে ভারতের আরেকটা ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টও।

শুক্রবার সকাল থেকেই সকলের নজর রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ বিন্যাসের দিকে। সেখানেই এফসি গোয়ার সঙ্গে এক গ্রুপে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। অর্থাত্ সৌদির মাঠে যে ভারতীয় দল এবার রোনাল্ডোর মুখোমুখি হবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে সিআর সেভেনের (CR7) ভারতে আসার সম্ভাবনাও দেখা দিয়েছে। এমনটা হলে এই প্রথমবার ভারতের মাটিতে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

তবে শোনা যাচ্ছে যে আল নাসেরের সঙ্গে নাকি রোনাল্ডোর (Cristiano Ronaldo) চুক্তিতে একটা যুক্তি রয়েছে। সেখানে নাকি বলা রয়েছে অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে রোনাল্ডো নিজের নাম সরিয়ে নিতে পারেন। যদিও সরকারীভাবে এমন কোনও কথা এখনও পর্যন্ত রোনাল্ডো কিংবা ক্লাবের তরফে জানানো হয়নি। এফসি গোয়ার সঙ্গে গ্রুপ ডি তে রয়েছে আল নাসের।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version