অভয়া মূর্তির ৫১ হাজার কোথায়: মূর্তি শিল্পীর বয়ানের জবাব দাবি কুণালের

Date:

Share post:

অভয়া মূর্তি তৈরিতে খরচ হয়েছিল ৫১ হাজার টাকা। কিউআর কোড দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার যা ব্যাখ্যা জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF) দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই অভয়া মূর্তি (Abhaya bust)। অথচ মূর্তি শিল্পী বলছেন তিনি না কি একটি টাকাও নেননি এই মূর্তি তৈরির জন্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়, ফ্রন্ট বিবৃতি দিয়ে এই টাকা তছরুপের ব্যাখ্যা দিন।

অভয়া মূর্তির শিল্পী (sculptor) অসিত সাঁই দাবি করছেন, সেই সময়ে অত্যন্ত আবেগের জায়গা থেকে তিনি বিনামূল্যে ওই মূর্তি তৈরি করে দিয়েছিলেন। যে অভয়া মূর্তি আরজিকর হাসপাতালে বসেছে তার জন্য তিনি কোনও মূল্য গ্রহণ করেননি। আর সেখানেই বদলে যাচ্ছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (WBJDF) বয়ান। ফ্রন্টের তরফ থেকে সদস্যরা স্পষ্ট দাবি করেছিলেন ৫১,৩০০ টাকা দিয়ে তাঁরা ওই মূর্তি স্থাপন করেছিলেন।

আরজিকর আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের বিষয়গুলো এখন সকলের কাছে স্পষ্ট। আন্দোলন নিয়ে মৃতা চিকিৎসকের বাবা মায়ের অবস্থান নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব। এবার অর্থ নিয়ে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আরও এক নয় ছয়ের ছবি প্রকাশ্যে।

আরও পড়ুন, রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ পড়ুয়ারা ভালো আছে, জানালেন মুখ্যমন্ত্রী

সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, আরজিকরের ঘটনা খুব খারাপ ঘটনা। এ নিয়ে কোন প্রশ্ন ওঠে না। আমরাও চাই ওই জানোয়ারটার ফাঁসি হোক। তারপর রাজনীতি হতে হতে এমন জায়গায় গেছে আপনারা বুঝতে পারছেন। এখন একটা নতুন জিনিস সামনে এসেছে।। জুনিয়র্স ডক্টর্স ফ্রন্ট অভয়া মূর্তির খরচ নিয়ে গিয়ে দাবি করেছিল, তারপর ওই মূর্তি গড়ার শিল্পী যে কথা বললেন, তাতে অভয়া মূর্তির খরচের বিষয়টা কী দাঁড়াল। ওঁরা কি একটু বুঝিয়ে বলবেন? Confused.

spot_img

Related articles

পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

দুর্গোৎসবকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড় সামলাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই শহরের বিভিন্ন...

পঞ্চমীতেই ভিড়ের ঢল, টক্কর উত্তরে–দক্ষিণে 

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...