Thursday, January 29, 2026

অভয়া মূর্তির ৫১ হাজার কোথায়: মূর্তি শিল্পীর বয়ানের জবাব দাবি কুণালের

Date:

Share post:

অভয়া মূর্তি তৈরিতে খরচ হয়েছিল ৫১ হাজার টাকা। কিউআর কোড দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার যা ব্যাখ্যা জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF) দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই অভয়া মূর্তি (Abhaya bust)। অথচ মূর্তি শিল্পী বলছেন তিনি না কি একটি টাকাও নেননি এই মূর্তি তৈরির জন্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়, ফ্রন্ট বিবৃতি দিয়ে এই টাকা তছরুপের ব্যাখ্যা দিন।

অভয়া মূর্তির শিল্পী (sculptor) অসিত সাঁই দাবি করছেন, সেই সময়ে অত্যন্ত আবেগের জায়গা থেকে তিনি বিনামূল্যে ওই মূর্তি তৈরি করে দিয়েছিলেন। যে অভয়া মূর্তি আরজিকর হাসপাতালে বসেছে তার জন্য তিনি কোনও মূল্য গ্রহণ করেননি। আর সেখানেই বদলে যাচ্ছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (WBJDF) বয়ান। ফ্রন্টের তরফ থেকে সদস্যরা স্পষ্ট দাবি করেছিলেন ৫১,৩০০ টাকা দিয়ে তাঁরা ওই মূর্তি স্থাপন করেছিলেন।

আরজিকর আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের বিষয়গুলো এখন সকলের কাছে স্পষ্ট। আন্দোলন নিয়ে মৃতা চিকিৎসকের বাবা মায়ের অবস্থান নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব। এবার অর্থ নিয়ে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আরও এক নয় ছয়ের ছবি প্রকাশ্যে।

আরও পড়ুন, রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ পড়ুয়ারা ভালো আছে, জানালেন মুখ্যমন্ত্রী

সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, আরজিকরের ঘটনা খুব খারাপ ঘটনা। এ নিয়ে কোন প্রশ্ন ওঠে না। আমরাও চাই ওই জানোয়ারটার ফাঁসি হোক। তারপর রাজনীতি হতে হতে এমন জায়গায় গেছে আপনারা বুঝতে পারছেন। এখন একটা নতুন জিনিস সামনে এসেছে।। জুনিয়র্স ডক্টর্স ফ্রন্ট অভয়া মূর্তির খরচ নিয়ে গিয়ে দাবি করেছিল, তারপর ওই মূর্তি গড়ার শিল্পী যে কথা বললেন, তাতে অভয়া মূর্তির খরচের বিষয়টা কী দাঁড়াল। ওঁরা কি একটু বুঝিয়ে বলবেন? Confused.

spot_img

Related articles

টি২০ বিশ্বকাপ গম্ভীরের অগ্নিপরীক্ষা! জল্পনার মাঝেই মুখ খুললেন বোর্ড সচিব

দুয়ারে টি২০ বিশ্বকাপ। চাপের প্রেসার কুকারে থেকেই বিশ্বকাপে নামছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir )। সাম্প্রতিক সময়ে টেস্টে...

দিল্লি পুলিশের অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন

মর্মান্তিক! দিল্লি পুলিশের(Delhi Police )অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন ঘিরে চাঞ্চল্য দিল্লির মোহন গার্ডেন এলাকায়! মৃতের নাম...

ভোটের মুখে উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াল নবান্ন, বিশেষ দায়িত্ব শীর্ষ আধিকারিকদের 

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের...

বনগাঁয় অনুষ্ঠান-মঞ্চে মিমিকে হেনস্থা! অভিযোগে গ্রেফতার উদ্যোক্তা তনয় শাস্ত্রী

অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) হেনস্থার অভিযোগ। অনুষ্ঠানের আয়োজক জ্যোতিষী তনয় শাস্ত্রীকে (Tanay...