কিডনির অসুখে ভোগা রোগীদের জন্য এবার স্বস্তির খবর। কম খরচে কিডনির চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ। নেফ্রো কেয়ারের কিডনি চিকিৎসার বিশেষ ব্যবস্থার সঙ্গে যুক্ত হল মেট্রো রেলওয়ে। মেট্রো রেল এবং নেফ্রো কেয়ার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে দেশের প্রথম কেন্দ্রীয় সরকার ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার অংশীদারিত্ব (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি) চালু হল। কলকাতায় খুলল অ্যাডভান্সড কিডনি কেয়ার সার্ভিস।
আরও পড়ুন :অভয়া মূর্তির ৫১ হাজার কোথায়: মূর্তি শিল্পীর বয়ানের জবাব দাবি কুণালের
১৪ অগাস্ট মেট্রো রেলের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে এই প্রকল্পের উদ্বোধন হয়। নেফ্রোলজিস্ট ডাঃ প্রতীম সেনগুপ্তের নেতৃত্বে নেফ্রোকেয়ারের লক্ষ্য দেশজুড়ে ৩৫০টি রেনাল কেয়ার ইউনিটের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হবে। যা ভারতের স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে এটি নতুন বিপ্লব আনবে।
–
–
–
–
–
–
–