Saturday, November 8, 2025

অভয়া মূর্তির ৫১ হাজার কোথায়: মূর্তি শিল্পীর বয়ানের জবাব দাবি কুণালের

Date:

অভয়া মূর্তি তৈরিতে খরচ হয়েছিল ৫১ হাজার টাকা। কিউআর কোড দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার যা ব্যাখ্যা জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF) দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই অভয়া মূর্তি (Abhaya bust)। অথচ মূর্তি শিল্পী বলছেন তিনি না কি একটি টাকাও নেননি এই মূর্তি তৈরির জন্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়, ফ্রন্ট বিবৃতি দিয়ে এই টাকা তছরুপের ব্যাখ্যা দিন।

অভয়া মূর্তির শিল্পী (sculptor) অসিত সাঁই দাবি করছেন, সেই সময়ে অত্যন্ত আবেগের জায়গা থেকে তিনি বিনামূল্যে ওই মূর্তি তৈরি করে দিয়েছিলেন। যে অভয়া মূর্তি আরজিকর হাসপাতালে বসেছে তার জন্য তিনি কোনও মূল্য গ্রহণ করেননি। আর সেখানেই বদলে যাচ্ছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (WBJDF) বয়ান। ফ্রন্টের তরফ থেকে সদস্যরা স্পষ্ট দাবি করেছিলেন ৫১,৩০০ টাকা দিয়ে তাঁরা ওই মূর্তি স্থাপন করেছিলেন।

আরজিকর আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের বিষয়গুলো এখন সকলের কাছে স্পষ্ট। আন্দোলন নিয়ে মৃতা চিকিৎসকের বাবা মায়ের অবস্থান নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব। এবার অর্থ নিয়ে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আরও এক নয় ছয়ের ছবি প্রকাশ্যে।

আরও পড়ুন, রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ পড়ুয়ারা ভালো আছে, জানালেন মুখ্যমন্ত্রী

সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, আরজিকরের ঘটনা খুব খারাপ ঘটনা। এ নিয়ে কোন প্রশ্ন ওঠে না। আমরাও চাই ওই জানোয়ারটার ফাঁসি হোক। তারপর রাজনীতি হতে হতে এমন জায়গায় গেছে আপনারা বুঝতে পারছেন। এখন একটা নতুন জিনিস সামনে এসেছে।। জুনিয়র্স ডক্টর্স ফ্রন্ট অভয়া মূর্তির খরচ নিয়ে গিয়ে দাবি করেছিল, তারপর ওই মূর্তি গড়ার শিল্পী যে কথা বললেন, তাতে অভয়া মূর্তির খরচের বিষয়টা কী দাঁড়াল। ওঁরা কি একটু বুঝিয়ে বলবেন? Confused.

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version