Friday, November 14, 2025

অভয়া মূর্তির ৫১ হাজার কোথায়: মূর্তি শিল্পীর বয়ানের জবাব দাবি কুণালের

Date:

অভয়া মূর্তি তৈরিতে খরচ হয়েছিল ৫১ হাজার টাকা। কিউআর কোড দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার যা ব্যাখ্যা জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF) দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই অভয়া মূর্তি (Abhaya bust)। অথচ মূর্তি শিল্পী বলছেন তিনি না কি একটি টাকাও নেননি এই মূর্তি তৈরির জন্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়, ফ্রন্ট বিবৃতি দিয়ে এই টাকা তছরুপের ব্যাখ্যা দিন।

অভয়া মূর্তির শিল্পী (sculptor) অসিত সাঁই দাবি করছেন, সেই সময়ে অত্যন্ত আবেগের জায়গা থেকে তিনি বিনামূল্যে ওই মূর্তি তৈরি করে দিয়েছিলেন। যে অভয়া মূর্তি আরজিকর হাসপাতালে বসেছে তার জন্য তিনি কোনও মূল্য গ্রহণ করেননি। আর সেখানেই বদলে যাচ্ছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (WBJDF) বয়ান। ফ্রন্টের তরফ থেকে সদস্যরা স্পষ্ট দাবি করেছিলেন ৫১,৩০০ টাকা দিয়ে তাঁরা ওই মূর্তি স্থাপন করেছিলেন।

আরজিকর আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের বিষয়গুলো এখন সকলের কাছে স্পষ্ট। আন্দোলন নিয়ে মৃতা চিকিৎসকের বাবা মায়ের অবস্থান নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব। এবার অর্থ নিয়ে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আরও এক নয় ছয়ের ছবি প্রকাশ্যে।

আরও পড়ুন, রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ পড়ুয়ারা ভালো আছে, জানালেন মুখ্যমন্ত্রী

সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, আরজিকরের ঘটনা খুব খারাপ ঘটনা। এ নিয়ে কোন প্রশ্ন ওঠে না। আমরাও চাই ওই জানোয়ারটার ফাঁসি হোক। তারপর রাজনীতি হতে হতে এমন জায়গায় গেছে আপনারা বুঝতে পারছেন। এখন একটা নতুন জিনিস সামনে এসেছে।। জুনিয়র্স ডক্টর্স ফ্রন্ট অভয়া মূর্তির খরচ নিয়ে গিয়ে দাবি করেছিল, তারপর ওই মূর্তি গড়ার শিল্পী যে কথা বললেন, তাতে অভয়া মূর্তির খরচের বিষয়টা কী দাঁড়াল। ওঁরা কি একটু বুঝিয়ে বলবেন? Confused.

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version