Wednesday, August 20, 2025

মানুষের থেকে মকসদ বড়: ‘রক্তবীজ ২’ টিজারে ভারত-বাংলাদেশ দ্বন্দ্ব!

Date:

২০২৩ সালে রক্তবীজ(Raktabeej) ছবিতে জমজমাট অ্যাকশনের দোসর মারকাটারি পারফরম্যান্স, সঙ্গে টানটান থ্রিলার। এবার ‘রক্তবীজ ২’ (Raktabeej) সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। প্রকাশ পেয়েছে ছবির টিজার। চোখে পড়েছে ভারত-বাংলাদেশের টানাপোড়েন। ১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজারে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নানা দিক লক্ষ্যণীয়।

প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Prnab Mukherjee) বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে ‘রক্তবীজ ২’ ছবিটি। বৃহস্পতিবার টিজার মুক্তির পর থেকেই আলোচনায় নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদের সিনেমাটি।

মূলত ভারত-বাংলাদেশের মধ্যে দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন। সীমা বিশ্বাস বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। শেখর কাপুরের ‘ব্যান্ডিট কুইন’ ছবিতে ফুলন দেবীর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন সীমা। এই ছবির জন্য একাধিক পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।

প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী ছিলেন শুভ্রা মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। সেখানে একবার গিয়েছিলেন তিনি। হেলিকপ্টারে চেপে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পৌঁছন। এরপর গাড়িতে করে ভদ্রবিলা গ্রামে। তিনি যাবেন বলে সেখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল করা হয়েছিল। আপ্যায়নের জন্য ছিল নানারকম পিঠে, ইলিশ মাছ-সহ বিভিন্ন ফলমূল এবং অন্যান্য খাবার। টিজারেও সেসব দেখা গিয়েছে। তবে কি সেই ঘটনাবলিই দেখা যাবে এই ছবিতে?

রক্তবীজে (Raktabeej) মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা গিয়েছিল আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। এবারের রয়েছেন তাঁরা। রয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। টিজারে অঙ্কুশকে দেখা গিয়েছে খলনায়কের বেশে। যাঁর একটাই মূল মন্ত্র, ‘মানুষের থেকে মকসত বড়’! ছবির একটি আইটেম গানে নেচেছেন নুসরত জাহান। ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর।

Related articles

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...
Exit mobile version