Tuesday, November 11, 2025

War 2: ‘শোলে’র নস্টালজিয়া আর দেশপ্রেমের চেনা প্লটে দাপিয়ে ব্যাটিং হৃতিক-এনটিআরের

Date:

গোয়েন্দা ব্রহ্মাণ্ডের জগতে আপনাকে স্বাগত। টানটান চিত্রনাট্য আর তুখোড় অ্যাকশনে ভরপুর ‘ওয়ার ২’ (War 2)। তবু খামতি রয়ে গেল। কেন? চলুন উত্তর খোঁজা যাক। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘ওয়ার ২’ দেখতে গিয়ে বারবার নস্টালজিয়ায় ফিরে যেতে হল দর্শকদের। হৃতিক রোশন (Hrithik Roshan), জুনিয়র NTR, কিয়ারা আডবানি (Kiara Advani) অভিনীত ‘ওয়ার ২’-তে দেশাত্মবোধ যে মূল উপজীব্য বিষয় সেটা আগেই বোঝা গেছিল। সিনেমা মুক্তি পেতে দেখা গেল পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee) চেনা পিচে ব্যাটিং করেও চমকে দেওয়ার মতো গুগলি দিতে খামতি রাখেননি।

 

মাতৃভূমির স্বার্থে RAW এজেন্টের গল্প বরাবরই বলিউডকে বক্সঅফিসের সাফল্য এনে দিয়েছে। এবার ক্যানভাস আরও বড়। ভারতীয় বিনোদুনিয়ার দুই বলয়ের দুই মহাতারকা হৃতিক রোশন এবং নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র এক ফ্রেমে। কর্তব্যের খাতিরে একজন প্রেম- জীবন সবটাই বাজি রাখলেন। অন্যজন শ্রেণী বৈষম্যের বেড়াজালে বড় আঘাত হানলেন। দুজনেরই লক্ষ্য এক, কিন্তু হাতে হাত মিলিয়ে কাঙ্খিত উদ্দেশ্য পূরণ হল নাকি যুদ্ধ জয় করতে গিয়ে দুজনে একে অন্যের প্রতিপক্ষ, সেই স্পয়লার দেওয়াটা বোধহয় ঠিক হবে না। তার জন্য হলে গিয়ে সিনেমা দেখা জরুরি। তবে এইটুকু বলা যেতেই পারে যে দুজনকে যতবারই বড়পর্দায় দেখা গেছে ততবারই পঞ্চাশ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘শোলে’র (Sholey) নস্টালজিয়া উকি দিয়ে গেছে।

দেশপ্রেমের সরণি বেয়ে দুই বন্ধু কবীর-বিক্রম অনেক বড় লড়াইয়ে নেমেছেন। এবার শুধু পাকিস্তানের সন্ত্রাসবাদী আক্রমণ থেকে দেশকে রক্ষা করা বা পাল্টা জবাব দেওয়া নয়, প্রথম বিশ্বের স্বার্থান্বেষী শত্রুদের ভয়ংকর ষড়যন্ত্রের জাল ছিড়ে ফেলার ভয়ংকর যুদ্ধ। বর্তমান প্রেক্ষাপটের কথা মাথায় রেখে যা শুধুমাত্র অস্ত্র আর ভারতীয় গোয়েন্দা এজেন্টদের দক্ষতার মধ্যে আটকে নেই বরং মস্তিষ্কের পরিশ্রম বেড়েছে অনেকটাই। পুরোদস্তুর কমার্শিয়াল ছবির সব এলিমেন্ট মজুদ প্রায় তিন ঘণ্টার এই সিনেমায়। অভিনয় থেকে চিত্রনাট্য কিংবা সংলাপে সেভাবে এক্সপেরিমেন্ট করা হয়নি ঠিকই কিন্তু কাহিনীতে টুইস্ট আছে। ছবিতে RAW এজেন্ট মেজর কবীর ঢালিওয়াল ওরফে ‘কাব্বু’ (হৃতিক রোশন) এবং আরেক ইন্টেলিজেন্স অফিসার বিক্রম চেলাপতি ওরফে ‘রঘু’র (জুনিয়র এনটিআর) বন্ধুত্বের গল্প দেখতে ভালো লাগে। অভিনয়ে একে অন্যকে টক্কর দেওয়ার চেষ্টা করে গেছেন। তবে উইং কমান্ডার হিসেবে কিয়ারার চরিত্র বড়ই দুর্বল। এই ধরনের অ্যাকশন সিনেমায় নায়িকাদের বিকিনি পরিয়ে বিদেশের লোকেশনে দারুণ কিছু রোমান্টিক দৃশ্য উপহার দেওয়ার বাইরেও চরিত্র নিয়ে বলিউড পরিচালকরা আরেকটু ভাবনা চিন্তা করতে পারেন। দুই নায়কের তুলনায় নায়িকার স্ক্রিন প্রেজেন্স অনেকটাই কম। ভালো অভিনেতা হলেও চিত্রনাট্যে সুযোগ না থাকায় আশুতোষ রানা বিশেষ কিছু করে উঠতে পারেননি। তবে ট্রেনের চেসিং বা প্রথমার্ধের মারামারি দৃশ্য দেখতে ভালো লাগে। গানের রোমান্টিক মুহূর্তগুলো বেশ ঝকঝকে।

দ্বিতীয়ার্ধ একটু হতাশ করেছে। গুরুত্বপূর্ণ হামলার দৃশ্য আরেকটু যত্ন নিয়ে উপস্থাপিত করা যেত। তবে সবকিছুকে ছাপিয়ে নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন দুই সুপারস্টার। দেশের জন্য প্রাণপণ লড়ে গেছেন দুজনে। এ ছবি হৃতিক আর জুনিয়র এনটিআরের ইমোশনের সঙ্গে মিশিয়ে দিয়েছে ‘জয়-বীরু’র নস্টালজিয়াকে। সঙ্গে যুদ্ধ জয়ের হাসি। এই প্রাপ্তিই দর্শককে হলমুখী করার জন্য যথেষ্ট।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version