Monday, November 17, 2025

পুলিশ উপযুক্ত কাজ করেছে! শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় হিন্দোলের গ্রেফতার প্রসঙ্গে মন্তব্য কুণালের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। বৃহস্পতিবার দিল্লি আদালত তাঁকে চার দিনের ট্রানজিট রিমান্ডে রাখার নির্দেশ দেয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে সেদিনই তাঁকে দিল্লি আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্পেন থেকে বসেই হামলার পরিকল্পনা করেছিলেন গবেষক হিন্দোল। যাদবপুরের কিছু ছাত্রের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে দেন তিনি। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, এমনকি শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার নির্দেশও দেন—এমনই দাবি পুলিশের। সেই সমস্ত চ্যাট হিস্ট্রি হাতে পেয়েই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়।বুধবার স্পেন থেকে দেশে ফেরেন হিন্দোল মজুমদার। বিমানবন্দরে নামতেই অভিবাসন বিভাগ তাঁকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। এরপর বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, “পুলিশ উপযুক্ত কাজ করেছে। পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে তিনি বিদেশ থেকে বসেই শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্ররোচনা দিয়েছিলেন। যদি কিছু বলার থাকে, আদালতে গিয়ে প্রমাণ দিক।”

প্রসঙ্গত, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় বামপন্থী ছাত্র সংগঠন তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ও ভাঙচুর করে। সেই হামলায় আহত হন ব্রাত্য বসুও। অভিযোগ, এই ঘটনার মূলচক্রী ছিলেন হিন্দোল মজুমদার।

আরও পড়ুন- ‘রক্তবীজ ২’ টিজার: পুজোয় ফিরছে পঙ্কজ-মুনিরের টক্কর

_

 

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...