যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। বৃহস্পতিবার দিল্লি আদালত তাঁকে চার দিনের ট্রানজিট রিমান্ডে রাখার নির্দেশ দেয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে সেদিনই তাঁকে দিল্লি আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্পেন থেকে বসেই হামলার পরিকল্পনা করেছিলেন গবেষক হিন্দোল। যাদবপুরের কিছু ছাত্রের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে দেন তিনি। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, এমনকি শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার নির্দেশও দেন—এমনই দাবি পুলিশের। সেই সমস্ত চ্যাট হিস্ট্রি হাতে পেয়েই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়।বুধবার স্পেন থেকে দেশে ফেরেন হিন্দোল মজুমদার। বিমানবন্দরে নামতেই অভিবাসন বিভাগ তাঁকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। এরপর বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, “পুলিশ উপযুক্ত কাজ করেছে। পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে তিনি বিদেশ থেকে বসেই শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্ররোচনা দিয়েছিলেন। যদি কিছু বলার থাকে, আদালতে গিয়ে প্রমাণ দিক।”

প্রসঙ্গত, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় বামপন্থী ছাত্র সংগঠন তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ও ভাঙচুর করে। সেই হামলায় আহত হন ব্রাত্য বসুও। অভিযোগ, এই ঘটনার মূলচক্রী ছিলেন হিন্দোল মজুমদার।

আরও পড়ুন- ‘রক্তবীজ ২’ টিজার: পুজোয় ফিরছে পঙ্কজ-মুনিরের টক্কর

_

_

_

_

_

_

_