Thursday, August 21, 2025

ডেটার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে প্রথম ডেটা সেন্টার, উদ্বোধন নিউটাউনে

Date:

চাহিদা বাড়ছে ডেটার। তাল মিলিয়ে ডেটা সেন্টার কোথায় গোটা দেশে? সেই প্রশ্নের উত্তর দিতে এবার রাজ্যের প্রথম ডেটাসেন্টারের উদ্বোধন করল কন্ট্রোলএস ডেটাসেন্টারস লিমিটেড (ControlS Datacenters Ltd)। কলকাতার নিউটাউনে ৫.৬ একর জমির উপরে তৈরি এই ডেটা সেন্টারের (data centre) প্রথম পর্যায়ের কাজ শেষ। বর্তমানে ডেটা সেন্টারটি ১৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। এই ডেটা সেন্টারটিকে ২০৩০ সালের মধ্যে আরও দুই দফায় ৭০ মেগাওয়াটে ক্ষমতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থা।

মঙ্গলবার ডেটা সেন্টারটির উদ্বোধনে সংস্থার এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা রিজিওনাল সিইও কল্লোল সেন বলেন, এখন পর্যন্ত ৩৭০ কোটি টাকা বিনিয়োগ করেছি আমরা। প্রায় ১৫০-২০০ প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে। ১৬ মেগাওয়াট ক্ষমতায় তাদের ডেটাসেন্টারের ১,১০০-১,২০০ ব়্যাঙ্ক থাকবে বলে তিনি জানিয়েছেন। আগামী ৫ বছরের মধ্যে আরও বিনিয়োগ করা হবে ২,২০০ কোটি টাকা। মোট ৪০০-র কাছাকাছি কর্মসংস্থান হবে বলে কল্লোল জানান।

আরও পড়ুন: সাভারকারের নিচে গান্ধীজি-নেতাজি! বিপ্লবীর ‘মুচলেকা’ কটাক্ষ তৃণমূলের

কল্লোলের কথায়, ডেটা ব্যবহারের বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের প্রথম তিন দেশের মধ্যে রয়েছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার, ইউপিআই ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেন, ই-কমার্সের বাড়বাড়ন্ত এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বহুল ব্যবহার ভারতে ডেটাসেন্টারের চাহিদা বাড়িয়ে দিচ্ছে। বছরে ৫৩৬ মেগাওয়াট ডেটা ব্যবহার করে শীর্ষে রয়েছে ইউএস। আর বার্ষিক ৫০৩ মেগাওয়াট ডেটা ব্যবহার করে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ভারতের ক্ষেত্রে বার্ষিক ডেটা ব্যবহারের পরিমাণ ৪৬৪ মেগাওয়াট। এখন পর্যন্ত কলকাতার ডেটাসেন্টারের (data centre) ৪০ শতাংশ ক্ষমতা ব্যবহারের ব্যবস্থা হয়েছে। শীঘ্রই তা ১০০ শতাংশ ক্ষমতা ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে দাবি কল্লোলের।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version