Wednesday, August 20, 2025

সম্পর্করা চরিত্র বদলাক বা চরিত্রদের মধ্যে সম্পর্ক – চাইলেই কেউ যে দেব-শুভশ্রী (Dev – Shubhashree Ganguly)হয়ে উঠতে পারেন না সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ‘ধূমকেতু’ (Dhumketu)। ‘গেছে যে দিন, একেবারেই কি গেছে’ প্রশ্ন নিয়ে স্মৃতিতে ডুবে থাকা সাদাকালো ভাবনাদের যেন একমুঠো আবিরের ছোঁয়ায় রঙিন করে দিলেন বাংলা সিনেমার এই সুপারস্টার জুটি। প্রায় এক যুগ ধরে একে অন্যকে না দেখা বা এড়িয়ে চলার সব অভিযোগ- অভিমানের বরফ যেন এমনি এমনি গলে গেল, যখন তাঁরা একে অন্যের পাশে হাঁটলেন, কথা বললেন, হাত ধরলেন বন্ধুত্বের দাবি নিয়ে। একটা সিনেমা শুধু দুই প্রাক্তনকে কাছাকাছি নিয়ে এল তাই নয়, দর্শকের উন্মাদনা আর ভালবাসায় দুজনের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনাও হল।

প্রমোশনের তাগিদ হোক বা পেশাদারিত্বের প্রসঙ্গ, দেব-শুভশ্রী (DeSu) সত্যিই যে একে অন্যের সঙ্গে কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন, স্ট্যাটাস দিচ্ছেন এটাই তো অনুরাগীদের কাছে বিরাট প্রাপ্তি। দেব (Dev) বলেছিলেন এ জীবনে শুভশ্রী তাঁর নাম নিজের থেকে আলাদা করতে পারবেন না। হয়তো তাই। নাহলে সিনেমা তো অগ্রিম বুকিং থেকে লক্ষ্মীলাভ করে নিয়েছে তারপরও ভানুকে রঘু ডাকাতের (Raghu Dakat) অবতারে দেখে সোশ্যাল মিডিয়ায় কেনই বা শুভেচ্ছা জানাবেন রাজ ঘরনী? আর কেনইবা প্রত্যুত্তরে দেব লিখবেন ‘Thanku বন্ধু’।

সবটুকুর মধ্যে আন্তরিকতা কি একেবারেই নেই, বিশ্বাস করতে চাইছে না অনুরাগীদের মন। তাঁরা তো এটুকুই চেয়েছিলেন। তাই দেশু-র সম্পর্কের নতুন সমীকরণ যেন আসলে দুই তারকার ফ্যানেদের সেরা প্রাপ্তি।

স্বাধীনতা দিবসের সকালে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) রূপে সকলের সামনে ধরা দিয়েছেন মেগাস্টার দেব (Dev)। লার্জার দ্যান লাইফ চরিত্রকে ১০০ শতাংশ ফুটিয়ে তুলতে অভিনেতা যে কোনও খামতি রাখেননি, তার আভাস মিলেছে টিজারে। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় তারকাকে। কিন্তু এসবের মাঝে নজর কেড়েছে একটা বিশেষ পোস্ট। সোশ্যাল মিডিয়ায় দেবকে (Dev) শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় স্টোরিতে লেখেন, ‘When Bhanu becomes Raghu !!! Amazing All my best wishes’। দেবও সেই বার্তার জবাবে অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘Thanku বন্ধু’। এরপরই দুজনের সম্পর্কের নতুন বন্ধন মন কেড়েছে নেটপাড়ার। খুব সামান্য হলেও, বাংলা সিনেমা জগতের এই দুই জনপ্রিয় তারকার আন্তরিক কথোপকথনে উচ্ছ্বসিত ভক্তরাও। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই ‘দেশু’র বন্ধুত্বের প্রশংসা। অনেকেই বলছেন দুই প্রাক্তনের সম্পর্ক নিয়ে চেনা সরলরেখায় চলা সমাজের ধারণাকে বাস্তবে বদলে দিতে পেরেছেন পর্দার ভানু-রূপা। খুশি দুজনেই।

বর্ষার বাতাসে ভাসছে চেনা সুর – ‘ বন্ধুরা এলোমেলো, মুঠো ভরে নিয়ে এল, আনকোরা সূর্যের লাল..’

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version