স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ফুটবল মাঠে চাঞ্চল্যকর ঘটনা। ওল্ড প্রদীপ সংঘের মাঠে আয়োজিত এক স্থানীয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন গোলের সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলা থামিয়ে মাঠে ঢুকে রেফারিকে লাথি মারার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ওই যুবকের নাম রাজা খান। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাজাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। রেফারি লক্ষ্মণ মাণ্ডি, যিনি খড়গপুর সাব-ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য এবং একজন শিক্ষকও, খেলা পরিচালনা করছিলেন। হঠাৎ মাঠে ঢুকে রাজা তাঁকে লক্ষ্য করে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং আচমকা পেটে সজোরে লাথি মারেন। মাঠে উপস্থিত অন্যান্যরা আটকানোর চেষ্টা করলেও পরিস্থিতি সামলানো যায়নি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্ত রাজা খানকে তৃণমূলের নেতা বলে দাবি করেছে বিজেপি শিবির। যদিও তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্ত রাজা খানের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
আরও পড়ুন – ত্রিপাক্ষিক চুক্তিতে স্বস্তি: বেতন-ভাতা বৃদ্ধি দুর্গাপুর গ্রাফাইট ইন্ডিয়ায় ৫৮২ শ্রমিকের
_
_
_
_
_
_