Wednesday, August 20, 2025

‘রঘু’কে শুভেচ্ছা শুভর, ‘বন্ধু’কে ধন্যবাদ দেবের

Date:

Share post:

সম্পর্করা চরিত্র বদলাক বা চরিত্রদের মধ্যে সম্পর্ক – চাইলেই কেউ যে দেব-শুভশ্রী (Dev – Shubhashree Ganguly)হয়ে উঠতে পারেন না সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ‘ধূমকেতু’ (Dhumketu)। ‘গেছে যে দিন, একেবারেই কি গেছে’ প্রশ্ন নিয়ে স্মৃতিতে ডুবে থাকা সাদাকালো ভাবনাদের যেন একমুঠো আবিরের ছোঁয়ায় রঙিন করে দিলেন বাংলা সিনেমার এই সুপারস্টার জুটি। প্রায় এক যুগ ধরে একে অন্যকে না দেখা বা এড়িয়ে চলার সব অভিযোগ- অভিমানের বরফ যেন এমনি এমনি গলে গেল, যখন তাঁরা একে অন্যের পাশে হাঁটলেন, কথা বললেন, হাত ধরলেন বন্ধুত্বের দাবি নিয়ে। একটা সিনেমা শুধু দুই প্রাক্তনকে কাছাকাছি নিয়ে এল তাই নয়, দর্শকের উন্মাদনা আর ভালবাসায় দুজনের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনাও হল।

প্রমোশনের তাগিদ হোক বা পেশাদারিত্বের প্রসঙ্গ, দেব-শুভশ্রী (DeSu) সত্যিই যে একে অন্যের সঙ্গে কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন, স্ট্যাটাস দিচ্ছেন এটাই তো অনুরাগীদের কাছে বিরাট প্রাপ্তি। দেব (Dev) বলেছিলেন এ জীবনে শুভশ্রী তাঁর নাম নিজের থেকে আলাদা করতে পারবেন না। হয়তো তাই। নাহলে সিনেমা তো অগ্রিম বুকিং থেকে লক্ষ্মীলাভ করে নিয়েছে তারপরও ভানুকে রঘু ডাকাতের (Raghu Dakat) অবতারে দেখে সোশ্যাল মিডিয়ায় কেনই বা শুভেচ্ছা জানাবেন রাজ ঘরনী? আর কেনইবা প্রত্যুত্তরে দেব লিখবেন ‘Thanku বন্ধু’।

সবটুকুর মধ্যে আন্তরিকতা কি একেবারেই নেই, বিশ্বাস করতে চাইছে না অনুরাগীদের মন। তাঁরা তো এটুকুই চেয়েছিলেন। তাই দেশু-র সম্পর্কের নতুন সমীকরণ যেন আসলে দুই তারকার ফ্যানেদের সেরা প্রাপ্তি।

স্বাধীনতা দিবসের সকালে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) রূপে সকলের সামনে ধরা দিয়েছেন মেগাস্টার দেব (Dev)। লার্জার দ্যান লাইফ চরিত্রকে ১০০ শতাংশ ফুটিয়ে তুলতে অভিনেতা যে কোনও খামতি রাখেননি, তার আভাস মিলেছে টিজারে। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় তারকাকে। কিন্তু এসবের মাঝে নজর কেড়েছে একটা বিশেষ পোস্ট। সোশ্যাল মিডিয়ায় দেবকে (Dev) শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় স্টোরিতে লেখেন, ‘When Bhanu becomes Raghu !!! Amazing All my best wishes’। দেবও সেই বার্তার জবাবে অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘Thanku বন্ধু’। এরপরই দুজনের সম্পর্কের নতুন বন্ধন মন কেড়েছে নেটপাড়ার। খুব সামান্য হলেও, বাংলা সিনেমা জগতের এই দুই জনপ্রিয় তারকার আন্তরিক কথোপকথনে উচ্ছ্বসিত ভক্তরাও। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই ‘দেশু’র বন্ধুত্বের প্রশংসা। অনেকেই বলছেন দুই প্রাক্তনের সম্পর্ক নিয়ে চেনা সরলরেখায় চলা সমাজের ধারণাকে বাস্তবে বদলে দিতে পেরেছেন পর্দার ভানু-রূপা। খুশি দুজনেই।

বর্ষার বাতাসে ভাসছে চেনা সুর – ‘ বন্ধুরা এলোমেলো, মুঠো ভরে নিয়ে এল, আনকোরা সূর্যের লাল..’

spot_img

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...