Saturday, November 1, 2025

ট্রেলার লঞ্চ বন্ধ করার ‘নাটক’ বিবেকের, প্রচারে থাকতে লম্ফঝম্প কটাক্ষ দেবাংশুর 

Date:

‘দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Benga Files) ট্রেলার লঞ্চ ঘিরে কলকাতার পাঁচতারা হোটেলে পরিকল্পিত ‘নাটক’ করলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। শুক্রবার থেকেই গল্প তৈরি করে দেখেছিলেন। শহরের বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার ‘ট্রেলার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে’ বলে মিথ্যাচার করে গেছেন। এরপর শনিবার ছবিটি ঝলক প্রদর্শন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করা হয়। সূত্রের খবর কলকাতা পুরসভার (KMC) অনুমতি না নিয়ে অনুষ্ঠান করা হচ্ছিল। এরপরই রীতিমতো লম্ফঝম্প শুরু করে দেন বিজেপি ঘনিষ্ঠ পরিচালক। নাম না করে রাজ্য সরকার-প্রশাসনকে আক্রমণ করতে থাকেন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আইটি সেল এর ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেন, ওনার এই ছবি নিয়ে বাংলার মানুষের কোনও আগ্রহ নেই। তাই প্রচার পেতে আর ফুটেজ খেতে এইসব নাটক করা হচ্ছে।

এদিন শহরে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ঝলক সকলের সামনে তুলে ধরার জন্য বিলাসবহুল হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু থেকেই পরিচালকের তরফে রাজ্য সরকারবিরোধী আচরণ চোখে পড়ে। এরপর ট্রেলার দেখানো শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সেটা বন্ধ হয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ সরাসরি কিছু না বললেও জানা যায় পুরসভার অনুমতি সংক্রান্ত সমস্যার কারণেই এই সিদ্ধান্ত। পাশাপাশি হোটেলের সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু ট্রেলার লঞ্চের পারমিশন নেওয়া ছিল না বলেও জানা গেছে। কিন্তু পরিচালক অবশ্য সেসব যুক্তি মানতে নারাজ। তিনি ততক্ষণে তাঁর ‘নাটক’ শুরু করে দিয়েছেন। মিডিয়ার বুমের সামনে গলা তুলে অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক শক্তি প্রভাব খাটিয়ে নাকি এই ঘটনা ঘটানো হয়েছে। সত্যজিৎ রায়ের জন্মভূমিতে পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও সুর চড়ান তিনি। কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যান প্রতিদিন সন্ধ্যায় টেলিভিশনে মুখ দেখানো এক বিজেপি নেতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা বিরোধী রাজনীতির চিত্রনাট্যটা পরিষ্কার হয়ে যায় সবার সামনে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য বলেন, সরকারি চাপ দিয়ে প্রদর্শন বন্ধ করা হয়েছে তার প্রমাণ কি? সত্যজিৎ রায়ের বাংলায় এইসব ছবিকে কেউ পাত্তা দেয় না। তাই মিডিয়ার প্রচার পেতে বিবেক এভাবে লম্ফঝম্ফ করছেন। ওনার কাজ হল, প্রতি রাজ্যে ভোটের আগে গিয়ে সেখানকার কোনও একটা বিষয় নিয়ে মিথ্যাচার করে সিনেমা বানানো। এইসব ছবির প্রদর্শন বন্ধ বা চালু করার নিয়ে তৃণমূলের কোনও মাথাব্যথা নেই।এইসব করে ফুটেজ খাওয়ার চেষ্টা চলছে। এতে কোনও লাভ হবে না।

‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে লাগাতার মিথ্যাচার করে চলেছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। এর আগে মাল্টিপ্লেক্সে ছবির প্রদর্শন আটকানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, এই সিনেমা মুক্তি পেলে নাকি বাংলার সরকার নড়ে যাবে। পাল্টা জবাব দিয়ে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু জানান, ‘কোন হল যদি এসব ফালতু কনটেন্ট হলে দেখিয়ে তার মান নীচে নামাতে না চান সেটা তাদের ব্যাপার। ওই সিনেমা হলকে তৃণমূলের কেউ কিছু বলেছে, সেটা উনি প্রমাণ করুন।’ এখানেই শেষ নয় পাশাপাশি তৃণমূল নেতা বলেন ‘উনি কাশ্মীর নির্বাচনের আগে কাশ্মীর ফাইলস বানিয়ে ছিলেন, কাশ্মীরে বিজেপি হেরে গেছে। কর্নাটকে নির্বাচনের আগে কেরালা ফাইলস বানিয়েছিলেন সেখানেও বিজেপি পর্যুদস্ত। এবার বাংলায় নির্বাচনের আগে মিথ্যা তথ্য আর বিভ্রান্তি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ বানিয়েছেন। যিনি নিজে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে সিনেমা বানান তৃণমূল কংগ্রেস তাঁকে পাত্তা দেয় না।’

 

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version