Monday, August 25, 2025

হাতে ভায়োলিন, মায়াবী চোখে লুকিয়ে মনের কথা, কণ্ঠস্বরে ‘মহব্বতে’ আবেগ – সেই স্টাইল সেই ম্যানারিজম, একি স্বপ্ন নাকি সত্যি! আসলে এটা বলিউড, এখানে সবই সম্ভব। তাই ক্যামেরা এড়িয়ে চলা গম্ভীর লুকের আরিয়ান খান (Aryan Khan) এবার বাবার অবতারে প্রকাশ্যে আসতেই চমক!শাহরুখ (Shahrukh Khan) পুত্রের পরিচালনায় নেটফ্লিক্সে (Netflix ) আসছে নতুন সিরিজ। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই কিং খানের লুকে আর তাঁর সিনেমার ডায়লগে প্রমোশন শুরু আরিয়ানের। একটু বাড়াবাড়ি হয়ে গেল? আহা, তা তো হবেই। ডেবিউ পরিচালক যে নিজেই বলছেন, অভ্যাস করে নিন কারণ এবার থেকে একটু বেশিই বাড়াবাড়ি হবে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শাহরুখ খানের (SRK) ছেলে হয়েও অ্যাক্টর নয় বরং ডিরেক্টর হয়ে ক্যারিয়ার গড়তে চান আরিয়ান। ক্যামেরার সামনে সরাসরি কাজ করতে চাইলে সমালোচনা থেকে তুলনা সবটাই হত। তাই গৌরী-পুত্র একটু বেশি সাবধানে। ছেলের প্রথম বড় কাজের ঝলক শেয়ার করে তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউড বাদশা। গড়পড়তা সিরিজ থেকে একদম অন্য রকমের গল্প আনতে চলেছেন আরিয়ান। তাঁর কণ্ঠে ‘এক লড়কি থি দিওয়ানি সি..’ শুনতেই নস্টালজিক শাহরুখ ফ্যানেরা। ২০ অগস্ট নেটফ্লিক্স-এ দেখা যাবে এই সিরিজ। বলিউডের গল্প বলা এই সিরিজে রোমান্স-অ্যাকশনের বাড়াবাড়ি থাকবে। মোনা সিং ও মনোজ পাহওয়াও অভিনয় করেছেন। তবে গোটা সিরিজ জুড়ে অনেক চমক থাকবে বলে জানা যাচ্ছে। ট্রেলার বলছে, মিষ্টি প্রেমের গল্পে মারাত্মক লেভেলের সিরিয়াস ডেস্টিনি টুইস্ট! রিল – রিয়েল গুলিয়ে গুবলেট হয়ে যাওয়ার জোগাড়। কিং পুত্র বলছেন, “অভ্যেস করে নিন। কারণ আমার শো-তেও বেশি বাড়াবাড়ি রয়েছে। বলিউডে এত দিন অনেক ভালবাসা দেখেছেন। আমিও তাই দেখাব। অনেকটা ভালবাসা, আর তার সঙ্গে যুদ্ধ।” আপনি তৈরি তো?

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version