হাতে ভায়োলিন, মায়াবী চোখে লুকিয়ে মনের কথা, কণ্ঠস্বরে ‘মহব্বতে’ আবেগ – সেই স্টাইল সেই ম্যানারিজম, একি স্বপ্ন নাকি সত্যি! আসলে এটা বলিউড, এখানে সবই সম্ভব। তাই ক্যামেরা এড়িয়ে চলা গম্ভীর লুকের আরিয়ান খান (Aryan Khan) এবার বাবার অবতারে প্রকাশ্যে আসতেই চমক!শাহরুখ (Shahrukh Khan) পুত্রের পরিচালনায় নেটফ্লিক্সে (Netflix ) আসছে নতুন সিরিজ। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই কিং খানের লুকে আর তাঁর সিনেমার ডায়লগে প্রমোশন শুরু আরিয়ানের। একটু বাড়াবাড়ি হয়ে গেল? আহা, তা তো হবেই। ডেবিউ পরিচালক যে নিজেই বলছেন, অভ্যাস করে নিন কারণ এবার থেকে একটু বেশিই বাড়াবাড়ি হবে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শাহরুখ খানের (SRK) ছেলে হয়েও অ্যাক্টর নয় বরং ডিরেক্টর হয়ে ক্যারিয়ার গড়তে চান আরিয়ান। ক্যামেরার সামনে সরাসরি কাজ করতে চাইলে সমালোচনা থেকে তুলনা সবটাই হত। তাই গৌরী-পুত্র একটু বেশি সাবধানে। ছেলের প্রথম বড় কাজের ঝলক শেয়ার করে তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউড বাদশা। গড়পড়তা সিরিজ থেকে একদম অন্য রকমের গল্প আনতে চলেছেন আরিয়ান। তাঁর কণ্ঠে ‘এক লড়কি থি দিওয়ানি সি..’ শুনতেই নস্টালজিক শাহরুখ ফ্যানেরা। ২০ অগস্ট নেটফ্লিক্স-এ দেখা যাবে এই সিরিজ। বলিউডের গল্প বলা এই সিরিজে রোমান্স-অ্যাকশনের বাড়াবাড়ি থাকবে। মোনা সিং ও মনোজ পাহওয়াও অভিনয় করেছেন। তবে গোটা সিরিজ জুড়ে অনেক চমক থাকবে বলে জানা যাচ্ছে। ট্রেলার বলছে, মিষ্টি প্রেমের গল্পে মারাত্মক লেভেলের সিরিয়াস ডেস্টিনি টুইস্ট! রিল – রিয়েল গুলিয়ে গুবলেট হয়ে যাওয়ার জোগাড়। কিং পুত্র বলছেন, “অভ্যেস করে নিন। কারণ আমার শো-তেও বেশি বাড়াবাড়ি রয়েছে। বলিউডে এত দিন অনেক ভালবাসা দেখেছেন। আমিও তাই দেখাব। অনেকটা ভালবাসা, আর তার সঙ্গে যুদ্ধ।” আপনি তৈরি তো?
–
–
–
–
–
–
–
–