Wednesday, August 20, 2025

ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে আড়াই হাজার পাতার চার্জশিট পুলিশের

Date:

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির প্রমাণ মিলেছে। এবার ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) বিরুদ্ধে আড়াই হাজার পাতার চার্জশিট জমা দিল হরিয়ানা পুলিশ (Haryana Police)। পহেলগাম হামলা (Pahalgam terrorist Attack) এবং তার জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান হাই-কমিশনের আধিকারিক দানিশকে দেশ ছাড়ার নির্দেশ দেয় নয়া দিল্লি। পুলিশি তদন্তে উঠে এসেছে, তাঁর সঙ্গেই দেশের নানা তথ্য শেয়ার করেছিলেন জ্যোতি। এমনকি ইউটিউবারের আইএসআই যোগের প্রমাণও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের মে মাসে হরিয়ানার হিসার থেকে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ। ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালানোর নামে ভারতের গুরুত্বপূর্ণ এলাকার তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার পাক ভুলে গিয়ে সেখানকার নেতাদের সঙ্গে আলাপচারিতা ও ছবি তুলতে দেখা গেছে জ্যোতিকে। এমনকি ইসলামাবাদের জঙ্গি নেতাদের সঙ্গেও অভিযুক্তের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হয়। এপ্রিল মাসে পাকিস্তান সফরে যাওয়ার পর গত জুন মাসে চিন ও নেপালে যান জ্যোতি। তদন্তে নেমে সব তথ্য নথি খতিয়ে দেখে জ্যোতির গুপ্তচরবৃত্তির প্রমাণ মিলেছে বলেই জানিয়েছে পুলিশ। সেনা অভিযানের গোপন তথ্য সরাসরি তাঁর কাছে ছিল না সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে।চার্জশিটে দাবি করা হয়েছে, কার্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে গিয়ে সে দেশের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই ইউটিউবার। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয় এখন সেটাই দেখার।

 

Related articles

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...
Exit mobile version