মেঘ ভাঙ্গা বৃষ্টিতে (Cloud Burst) ফের বিপর্যস্ত ভূস্বর্গ (J&K)। কিশতওয়ারের পর এবার কাশ্মীরের কাঠুয়ায় (kathua in Kashmir) হড়পা বান, ক্ষতিগ্রস্ত হিমাচলের মাণ্ডিও। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। রবিবার ভোররাতে তুমুল বৃষ্টির জেরেইই দুর্যোগ বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জাঙ্গলোট (Cloud Burst Janglot) এলাকার একটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখান থেকে চারজনের মৃত্যুর খবর এসেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Sing)। পরিস্থিতির দিকে নজর রাখা রাখছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক থেকে রেলের ট্র্যাক। মাণ্ডিতে কোনও মৃত্যুর খবর না থাকলেও বেশ কয়েকটি জাতীয় সড়কে যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে লাগাতার বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়ছে তাই আমজনতাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিশতওয়ারের দুর্যোগ সামলে ওঠার আগেই ফের অতিবৃষ্টি- হড়পা বানের জোড়া ফলা জম্মু-কাশ্মীরে।
–
–
–
–
–
–
–
–