সুধা অমলকে ভোলে না, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

সুধা : অমল ।
রাজকবিরাজ : ও ঘুমিয়ে পড়েছে ।
সুধা: আমি যে ওর জন্য ফুল এনেছি — ওর হাতে কি দিতে পারবো না ?
রাজকবিরাজ : আচ্ছা , দাও তোমার ফুল ।
সুধা : ও কখন জাগবে ?
রাজকবিরাজ : এখনই , যখন রাজা এসে ওকে ডাকবেন ।
সুধা : তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে ?
রাজকবিরাজ : কী বলবো ?
সুধা : বোলো যে , ‘ সুধা তোমাকে ভোলে নি ‘ ।

মৃত্যুময় ‘ ডাকঘর ‘ – এ সুধার উজ্জ্বল উপস্থিতিই যা একটু প্রাণ আনে , আরো আরও প্রাণ তো দিতে পারে না সে , ছোট্ট মেয়ে তার সবটুকু প্রাণ উজাড় করে দিয়ে আশ্বস্ত করে অসুস্থ ঘরবন্দী অমলকে। এটুকুই তো ভরসা।
সুধাসঙ্গ , সঙ্গসুধা ।

ছোটবেলায় ডাক্তারের কঠোর নির্দেশে গৃহবন্দী অমলের সঙ্গে পাঁচমুড়ো পাহাড়ের গায়ে শামলি নদীর ধারের এক গ্রাম থেকে আসা দইওয়ালার বার্তালাপ শুনে খুব মনখারাপ হতো । আজ প্রৌঢ়ত্বের দরজায় দাঁড়িয়েও সেই আশ্চর্য মনখারাপ এক ফোঁটাও কমে না । শৈশবে মনে হতো অমলের নিশ্চয়ই কোনো কঠিন অসুখ হয়েছে ।

একমাত্র রাজার আদেশ ছাড়া সে অসুখ সারবে না । রাজা স্বয়ং যেদিন আসবেন অমলের কাছে , সেদিন বন্দীদশা ঘুচবে তার । বড়ো হয়ে বুঝতে পারা যায় সেই আকাঙ্খিত ‘ রাজাটি ‘ কে !

অতি অল্প পরমায়ু নিয়ে সংসারে আসা ছোট্ট বালকটির বড়ো বেশি ভরসা বালিকা সুধার উপর । সুধারও নিশ্চয় ভালো লাগে অমলকে।

বনের পাখিরা এসে বারবার ডাকে খাঁচার পাখি অমলকে। সে ডাক শুনে ভেতরে ভেতরে ছটফট করে অমল । কিন্তু সে নিরুপায় । কবিরাজের কঠোর বিধান ।

সুধা : আচ্ছা বেশ । তুমি দুষ্টুমি কোরো না , লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো , আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাবো ।

অমল : আর আমাকে একটি ফুল দিয়ে যাবে ?
সুধা : ফুল অমনি কেমন করে দেবো ? দাম দিতে হবে যে ।
অমল : আমি যখন বড়ো হবো তখন তোমাকে দাম দেবো । আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে , তখন তোমাকে দাম দিয়ে যাব ।

সুধা : আচ্ছা বেশ ।
অমল : তুমি তাহলে ফুল তুলে আসবে ?
সুধা : আসব ।
অমল : আসবে ?
সুধা : আসব ।
অমল : আমাকে ভুলে যাবে না ? আমার নাম অমল , মনে থাকবে তোমার ?

সুধা : না , ভুলব না । দেখো , মনে থাকবে ।
মনে থাকা আর মনে রাখা।
এটুকুই তো বেঁচে থাকা ।

নইলে আহার , নিদ্রা আর রোগব্যাধিবেষ্টিত জীবন বড়োই একঘেয়ে । সুধা তাকে ভুলে গেলে যে মরেও শান্তি নেই অমলের । সুধারা মনে রাখার প্রতিশ্রুতি দেয় বলেই তো পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে অসহায় অমলেরা । ঘুমোও অমল , ঘুমোও । সুধা তোমাকে ভুলবে না ।

আরও পড়ুন – মাছ চাষে নয়া দিশা! ই-অকশনের মাধ্যমে ৫ একরের বড় জলাভূমি লিজের সিদ্ধান্ত রাজ্যের

spot_img

Related articles

SIR মামলায় প্রামাণ্য নথি হিসাবে আধার অন্তর্ভুক্তির নির্দেশ শীর্ষ আদালতের!

বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে আধার অন্তর্ভুক্তি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শুনানিতে...

Sunday Feature: ভূতের বিয়ে! প্রথা আছে এদেশে, বিদেশেও

বাংলায় একটা প্রবাদ আছে, "পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়!" কথাটা তির্যকভাবে বলা ঠিকই কিন্তু আত্মাদের নিয়ে বিভিন্ন...

অনির্বাণকে যাঁরা হিংসে করছেন, তাঁদের মাথায় পড়ুক বাজ!!!!

অভিজিৎ ঘোষ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) গান গেয়েছেন। এবং সে নিয়ে নানা মুনির নানা কথা। আগেও মাঝে মধ্যে...

‘ডিকি অনন্য বার্ড’, উৎপল সিনহার কলম 

বোল্ড আউট হয়েও মাঠ ছাড়তে রাজি হন নি ডব্লিউ জি গ্রেস । আম্পায়ার কারণ জানতে চাইলে বলেছিলেন ,...