Thursday, December 4, 2025

সুধা অমলকে ভোলে না, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

সুধা : অমল ।
রাজকবিরাজ : ও ঘুমিয়ে পড়েছে ।
সুধা: আমি যে ওর জন্য ফুল এনেছি — ওর হাতে কি দিতে পারবো না ?
রাজকবিরাজ : আচ্ছা , দাও তোমার ফুল ।
সুধা : ও কখন জাগবে ?
রাজকবিরাজ : এখনই , যখন রাজা এসে ওকে ডাকবেন ।
সুধা : তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে ?
রাজকবিরাজ : কী বলবো ?
সুধা : বোলো যে , ‘ সুধা তোমাকে ভোলে নি ‘ ।

মৃত্যুময় ‘ ডাকঘর ‘ – এ সুধার উজ্জ্বল উপস্থিতিই যা একটু প্রাণ আনে , আরো আরও প্রাণ তো দিতে পারে না সে , ছোট্ট মেয়ে তার সবটুকু প্রাণ উজাড় করে দিয়ে আশ্বস্ত করে অসুস্থ ঘরবন্দী অমলকে। এটুকুই তো ভরসা।
সুধাসঙ্গ , সঙ্গসুধা ।

ছোটবেলায় ডাক্তারের কঠোর নির্দেশে গৃহবন্দী অমলের সঙ্গে পাঁচমুড়ো পাহাড়ের গায়ে শামলি নদীর ধারের এক গ্রাম থেকে আসা দইওয়ালার বার্তালাপ শুনে খুব মনখারাপ হতো । আজ প্রৌঢ়ত্বের দরজায় দাঁড়িয়েও সেই আশ্চর্য মনখারাপ এক ফোঁটাও কমে না । শৈশবে মনে হতো অমলের নিশ্চয়ই কোনো কঠিন অসুখ হয়েছে ।

একমাত্র রাজার আদেশ ছাড়া সে অসুখ সারবে না । রাজা স্বয়ং যেদিন আসবেন অমলের কাছে , সেদিন বন্দীদশা ঘুচবে তার । বড়ো হয়ে বুঝতে পারা যায় সেই আকাঙ্খিত ‘ রাজাটি ‘ কে !

অতি অল্প পরমায়ু নিয়ে সংসারে আসা ছোট্ট বালকটির বড়ো বেশি ভরসা বালিকা সুধার উপর । সুধারও নিশ্চয় ভালো লাগে অমলকে।

বনের পাখিরা এসে বারবার ডাকে খাঁচার পাখি অমলকে। সে ডাক শুনে ভেতরে ভেতরে ছটফট করে অমল । কিন্তু সে নিরুপায় । কবিরাজের কঠোর বিধান ।

সুধা : আচ্ছা বেশ । তুমি দুষ্টুমি কোরো না , লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো , আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাবো ।

অমল : আর আমাকে একটি ফুল দিয়ে যাবে ?
সুধা : ফুল অমনি কেমন করে দেবো ? দাম দিতে হবে যে ।
অমল : আমি যখন বড়ো হবো তখন তোমাকে দাম দেবো । আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে , তখন তোমাকে দাম দিয়ে যাব ।

সুধা : আচ্ছা বেশ ।
অমল : তুমি তাহলে ফুল তুলে আসবে ?
সুধা : আসব ।
অমল : আসবে ?
সুধা : আসব ।
অমল : আমাকে ভুলে যাবে না ? আমার নাম অমল , মনে থাকবে তোমার ?

সুধা : না , ভুলব না । দেখো , মনে থাকবে ।
মনে থাকা আর মনে রাখা।
এটুকুই তো বেঁচে থাকা ।

নইলে আহার , নিদ্রা আর রোগব্যাধিবেষ্টিত জীবন বড়োই একঘেয়ে । সুধা তাকে ভুলে গেলে যে মরেও শান্তি নেই অমলের । সুধারা মনে রাখার প্রতিশ্রুতি দেয় বলেই তো পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে অসহায় অমলেরা । ঘুমোও অমল , ঘুমোও । সুধা তোমাকে ভুলবে না ।

আরও পড়ুন – মাছ চাষে নয়া দিশা! ই-অকশনের মাধ্যমে ৫ একরের বড় জলাভূমি লিজের সিদ্ধান্ত রাজ্যের

spot_img

Related articles

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয়...

বিজেপি উস্কানিতে বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

বাংলার বুকে বাবরি মসজিদের নামে ধর্মীয় সুড়সুড়ানি কেন? মন্দির-মসজিদ বা যেকোনও ধর্মস্থান হতেই পারে, তা বলে বিতর্কিত বাবরি...

অপারেশনাল সমস্যায় জর্জরিত ইন্ডিগো, সমন পাঠালো DGCA 

দেশজুড়ে ব্যাহত ইন্ডিগো বিমান (Indigo Airlines) পরিষেবা, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। মঙ্গল এবং বুধের পর বৃহস্পতিতেও ছবিটা বদলালো না।...

গোপন ট্রেন, প্যালেস, ৭০০ গাড়ি: গুপ্তচর থেকে প্রেসিডেন্ট পুতিন, সম্পত্তির পরিমাণ কত?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তাঁর রহস্যময় ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার...