Sunday, November 2, 2025

ডুরান্ড কাপে(Durand Cup) ডার্বি (Derby)। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরই ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (Eastbengal) ও মোহনবাগান (MBSG)। শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের ডার্বি কে জিতবে সেটা তো সময়ই বলবে। কিন্তু ডুরান্ড কাপের ডার্বিতে কিন্তু এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলই (Eastbengal)। এবারের ডুরান্ড কাপে ডুরন্ত ফর্মে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। মোহনবাগানও (MBSG) জিতেই চলেছে। কিন্তু ডুরান্ডের পরিসংখ্যান কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষেই রয়েছে খানিকটা।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে রয়েছে সকলের। শেষ হাসি সবুজ-মেরুন নাকি লাল-হলুদ ফুটবলারদের মুখে ফুটবে সেটা তো সময়ই বলবে। কিন্তু এখনও পর্যন্ত ডুরান্ড কাপের ডার্বিতে (Derby) এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর সেটা যে ম্যাচে নামার আগে খানিকটা হলেও ইস্টবেঙ্গল শিবিরকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এখনও পর্যন্ত ডুরান্ড কাপের মঞ্চে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হয়েছে ২২ বার। সেখানেই ইস্টবেঙ্গল জিতেছে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ। সেখানেই মোহনবাগানের ঝুলিতে রয়েছে ৮টি জয়। দুই পক্ষ একে অপরের সঙ্গে ড্র করেছে পাঁচটি ম্যাচ। এবা জিততে পারলে মোহনবাগানের সামনে রয়েছে সেই পরিসংখ্যানেই ইস্টবেঙ্গলকে ছোঁয়ার হাতছানি।

যদিও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে অবশ্য মোহনবাগানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের মঞ্চে এখন পর্যন্ত মোহনবাগানের বিরুদ্ধে জিততে পারেনি ইস্টবেঙ্গল। সেটাই যে মোহনবাগান শিবিরেরও আত্মবিশ্বাস বাড়াবে সেটা বলাই বাহুল্য।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version