Wednesday, August 20, 2025

ডুরান্ড কাপে(Durand Cup) ডার্বি (Derby)। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরই ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (Eastbengal) ও মোহনবাগান (MBSG)। শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের ডার্বি কে জিতবে সেটা তো সময়ই বলবে। কিন্তু ডুরান্ড কাপের ডার্বিতে কিন্তু এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলই (Eastbengal)। এবারের ডুরান্ড কাপে ডুরন্ত ফর্মে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। মোহনবাগানও (MBSG) জিতেই চলেছে। কিন্তু ডুরান্ডের পরিসংখ্যান কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষেই রয়েছে খানিকটা।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে রয়েছে সকলের। শেষ হাসি সবুজ-মেরুন নাকি লাল-হলুদ ফুটবলারদের মুখে ফুটবে সেটা তো সময়ই বলবে। কিন্তু এখনও পর্যন্ত ডুরান্ড কাপের ডার্বিতে (Derby) এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর সেটা যে ম্যাচে নামার আগে খানিকটা হলেও ইস্টবেঙ্গল শিবিরকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এখনও পর্যন্ত ডুরান্ড কাপের মঞ্চে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হয়েছে ২২ বার। সেখানেই ইস্টবেঙ্গল জিতেছে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ। সেখানেই মোহনবাগানের ঝুলিতে রয়েছে ৮টি জয়। দুই পক্ষ একে অপরের সঙ্গে ড্র করেছে পাঁচটি ম্যাচ। এবা জিততে পারলে মোহনবাগানের সামনে রয়েছে সেই পরিসংখ্যানেই ইস্টবেঙ্গলকে ছোঁয়ার হাতছানি।

যদিও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে অবশ্য মোহনবাগানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের মঞ্চে এখন পর্যন্ত মোহনবাগানের বিরুদ্ধে জিততে পারেনি ইস্টবেঙ্গল। সেটাই যে মোহনবাগান শিবিরেরও আত্মবিশ্বাস বাড়াবে সেটা বলাই বাহুল্য।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version