Thursday, August 21, 2025

পাকিস্তানে মৃত্যুমিছিল, বৃষ্টি-হড়পা বানে মৃতের সংখ্যা চারশো ছুঁই ছুঁই!

Date:

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিধ্বস্ত পাকিস্তান (Pakistan) । প্রবল বৃষ্টি আর খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ হড়পা বানে (rain triggers flash floods) মৃতের সংখ্যা প্রায় চারশোর দোরগোড়ায় পৌঁছে গেছে। শনিবারের বিকেল পর্যন্ত অন্তত সাড়ে তিনশো মৃতদেহ উদ্ধার করার পর পর রবিবার সকালেও ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে। যদি সে দেশের সরকারি তরফে এ বিষয়ে অফিশিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি। শতাধিক বিপর্যয় মোকাবিলা কর্মী একটানা কাজ চালিয়ে যাচ্ছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরেও হড়পা বানে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। চলতি মরসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে, দাবি সে দেশের আবহাওয়া দফতরের।

সূত্রের খবর শতাধিক মানুষ এখনও নিখোঁজ।গত শুক্রবার (১৫ অগাস্ট) হড়পা বানের দোসর হয় মেঘ ভাঙ্গা বৃষ্টি আর তাতেই বিপর্যস্ত প্রতিবেশী রাষ্ট্র। বাজাউর, বুনের, সোয়াত, মানেহরা, শাংলা, তোরঘর, বাটাগ্রাম জেলায় প্রবল বৃষ্টি হয়েছে।উদ্ধারকাজ চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে দুই হেলিকপ্টার ক্রু সদস্যের।পাকিস্তানের জাতীয় বিপর্যয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গত ২ জুন থেকে এখনও পর্যন্ত সেদেশে বৃষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ইতিমধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে সরিয়েছেন।খাইবার পাখতুনখোয়ার বুনের জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শুক্রবারের দুর্যোগে বুনেরের পীরবাবা, মালিকপুরার মতো গ্রাম জলের তোড়ে তছনছ হয়ে গিয়েছে। অনেক পর্যটক এখনও পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন বলে খবর মিলেছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version