রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান(Mohunbagan) ও ইস্টবেঙ্গল (Eastbengal)। তার আগেই অবশ্য ত্রিপুরায় (Tripura) বসতে চলেছে আরও একটা ডার্বির (Derby) আসর। তবে সেটা লেজেন্ডদের। শ্রাচী (Srachi) এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের (TFA) যৌথ উদ্যোগে ত্রিপুরায় প্রথমবার হতে চলেছে ডার্বি। আর তাতেই আপ্লুত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার।
ভারতীয় ফুটবলের অতীতের তারকা ফুটবলারদের নিয়েই হবে এই লেজেন্ডস ডার্বি (Legends Derby)। যাদের একসময় মাঠে দেখার জন্য ভিড় করতেন সমর্থকরা, আবারও তারা মাঠে নামছে। আর সেটা সম্ভব হচ্ছে শ্রাচীর (Srachi) জন্যই। ত্রিপুরায় খেলা হলেও, এই ম্যাচ দেখতে পাবেন সকলেই। শ্রাচীর অ্যাপ এসএসইএন-এই (SSEN) দেখা যাবে লেজেন্ডসদের এই ডার্বি ম্যাচ। অ্যালভিটো ডিকুনহা থেকে রহিম নবি, মেহতাব হোসেনরা ফের একবার সকলে মাঠে নামবে লাল-হলুদ, সবুজ-মেরুন জার্সিতে।
এমন একটা উদ্যোগে আপ্লুত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও। ত্রিপুরা ফুটবলে যে নতুন দড়জা খুলে দেবে এই ম্যাচ তাও বলতে দ্বিধা করেননি তিনি। প্রণব সরকার জানিয়েছেন, এই ডার্বি ম্যাচ ত্রিপুরার ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাবে।
ইতিমধ্যেই প্রাক্তন ফুটবলাররা পৌঁছে গিয়েছে। লেজেন্ডস ডার্বি ঘিরেও উত্তাপের পারদ চড়তে শুরু করেছে।
–
–
–
–
–
–
–