রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। যেখানে এত বছর হয়ে যাওয়ার পরেও নোবেল চুরির কিনারা করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, সেখানে সাঁতারু বুলা চৌধুরীর (Bula Choudhury) বাড়ি থেকে চুরি যাওয়া পদ্মশ্রী ফলক উদ্ধারে পশ্চিমবঙ্গ পুলিশের বড় সাফল্য। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পদ্মশ্রী পুরস্কার (Padmashree Award) প্রাপ্ত বুলার বাড়ি থেকে চুরি যাওয়া ফলক সহ রাষ্ট্রপতি পুরস্কার উদ্ধার করে একজনকে আটক করল পুলিশ। রবিবার দুপুরে এই সংক্রান্ত বিষয়ে পুলিশের তরফের সাংবাদিক বৈঠক করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনায় শুক্রবার সিআইডি (CID) আধিকারিক ও ফিংগার প্রিন্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা লুঠ চালিয়েছে বলে প্রাথমিক অনুমান করা হয়। এরপর তদন্তে নেমে ঘটনার দুদিনের মাথায় চুরি যাওয়া ফলক উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। পুলিশের তরফে এই বিষয়ে আজ কী আপডেট দেওয়া হয় সেদিকে নজর থাকবে।

–

–

–

–

–

–

–

–

–