রবিবার দুপুরেই পুলিশ বুলা চৌধুরীর ২৯৫টি মেডেল উদ্ধার করার কথা জানিয়েছিল। কিন্তু এরপরেই তাঁর কথায় অবাক হয়েছে সকলেই। সাঁতারু জানালেন, ‘পদ্মশ্রী সম্মানের সঙ্গে দুটি ব্যাজ দেওয়া হয়। যে ব্যাজটি রাষ্ট্রপতি আমাকে পরিয়ে দিয়েছিলেন, তা আমার কলকাতার বাড়িতে রয়েছে। কিন্তু অন্য ব্যাজটি আমি খুঁজে পাইনি। আমি বাড়িতেও একবার ভালো করে খুঁজে দেখব।’

১৫ অগাস্ট বুলা জানিয়েছিলেন, “আমি দেশের সম্মান এনেছি, প্রশাসনের উচিত ছিল তা রক্ষা করা।” কিন্তু বুলা চৌধুরী নিজের বাড়িতে না খুঁজে আগেই কেন চুরির অভিযোগ আনলেন? উঠছে প্রশ্ন। তবে এদিন ডিসিপি অর্ণব বিশ্বাস জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ২৯৫টি মেডেল উদ্ধার হয়েছে। তদন্ত এখনও চলছে।

তদন্তে পুলিশের দক্ষতা প্রশংসনীয়। গত শুক্রবার হিন্দমোটরের বাড়ি থেকে পদক চুরির ঘটনায় সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে রবিবার সকালে গ্রেফতার হয় অভিযুক্ত কৃষ্ণ চৌধুরী। তার বাড়ি থেকেই পাওয়া গিয়েছে বেশ কিছু পদক ও মেডেল।

আরও পড়ুন – মনিপুর, গুজরাট ফাইলস বানাননি কেন: শিল্পের ভড়ং করা বিবেকের স্বরূপ খুলল দেশ বাঁচাও গণমঞ্চ

_

_

_

_

_

_
_