Monday, December 22, 2025

বছরে ১০ টন সোনা! ৬০ ডিগ্রি তাপমাত্রায় পৃথিবীর গভীরতম খনিতে স্বর্ণ অন্বেষণ

Date:

Share post:

আপনি কি পৃথিবীর গভীরতম খনি (The deepest mine in the world) দেখেছেন? গুগল ঘেঁটে বেশ কয়েকটা নামের তালিকা তুলে ধরা যেতেই পারে। কিন্তু যদি বলা হয় এমন এক খনির সন্ধান দিতে যেখান থেকে বছরে প্রায় ১০ লক্ষ টন সোনা পাওয়া যাবে, তাহলে একটু থমকে যেতে হয় বৈকি। কিন্তু সত্যিই এইরকম এক খনির সন্ধান মিলেছে। যেখানে এখনও প্রায় ৩ কোটি ৬১ লক্ষ টন আকরিক সোনা রয়েছে!

দক্ষিণ আফ্রিকার (South Africa) উত্তর-পশ্চিম প্রদেশে অবস্থিত ইম্পোনিং সোনার খনি সম্পর্কে এখনও অনেকে জানেন না। ১৯৮৬ কাল থেকে এই খনিটি চালু রয়েছে। বর্তমানে এর গভীরতা প্রায় পাঁচ কিলোমিটার। সত্যি কথা বলতে এই খনি কতটা গভীর সেটা ভাষায় বলে বোঝানো মুশকিল। তবে একটা ধারণা দেওয়া যেতেই পারে। ৬৩২ মিটার উচ্চতা সম্পন্ন চিনের সাংহাই সেন্টারের (Shanghai Centre) মতো আটটা বিল্ডিং অনায়াসে রাখা যাবে এখানে! তাহলেই ভেবে দেখুন।

খনিতে যাঁরা কাজ করেন তাঁদের প্রতিদিন লিফটে করে প্রায় এক ঘন্টা ধরে অনেকটা নিচে নামতে হয়। খনির গভীরতম অংশের তাপমাত্রা প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এখানে শ্রমিকদের সুরক্ষার জন্য বরফের মতো জিনিস ব্যবহার করে বাতাসে তাপমাত্রার ৩০ ডিগ্রির কম রাখা হয় যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন। এছাড়াও খনন কাজের দায়িত্বে থাকা কর্মীদের সুরক্ষার দিকে কথা মাথায় রেখে দেওয়ালগুলো বিশেষ কংক্রিট দিয়ে তৈরি যাতে তা শক্ত থাকে এবং ধসে না পড়ে। এই খনিতে কাজ সহজ নয়। বাতাসে প্রচুর ধুলো আর পাথরের ফাটল থেকে জল চুঁইয়ে পড়ে। এই খনির গভীরতা যত বাড়ছে শ্রমিকদের জীবনের ঝুঁকিও ততই বেড়ে চলেছে। তবু কাজ থামেনা। এখান থেকে প্রতি বছর প্রায় ১০ টন সোনা পাওয়া যায়। প্রতিদিন ৫০ টি ট্রাক আর ৫০ টি খননকারী মেশিন কাজ করে।

২০১৯ সালের হিসাব বলছে এই খনি থেকে এখনও প্রায় ৩১০ টনের বেশি সোনা পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা বলেন, এই ইম্পোনিং সোনার খনি বিস্ময়ের বিস্ময়!

 

spot_img

Related articles

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ চালুর দাবি! হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের শমীক ভট্টাচার্যের 

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PM-JAY) কার্যক্রম চালুর দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে...

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে বিপত্তি! মেরি ভিলায় লাইনচ্যুত স্টিম ইঞ্জিন 

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে অপ্রত্যাশিত বিপত্তি! সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুমের দিকে...

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা...