Sunday, November 2, 2025

১০০ দিনের বকেয়ার দাবিতে ফের দিল্লিতে সরব অভিষেক, দেখা করতে চান গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে

Date:

বাংলার ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে ফের দিল্লিতে সুর চড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, সংসদ ভবন চত্বরে অভিষেকে জানান, ১০০দিনের কাজের বকেয় চাইতে এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেখা করবেন তিনি।

বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা ও ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দীর্ঘদিন থেকেই লড়াই চালাচ্ছে তৃণমূল। অভিষেক নেতৃত্বে আগেও দিল্লিতে আন্দোলন করেছেন তৃণমূল সাংসদরা। তাঁদের উপর নিগ্রহ করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ (Delhi Police)। ২০২৩-এর বছর অক্টোবর মাসে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবনে অভিযান করে তৃণমূল। সেই সময়ে অবশ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিরাজ। ২০২৪ সালের লোকসভাতেও ১০০দিনের কাজ নিয়ে বাংলার বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ভোটের প্রচার করে তৃণমূল। বাংলার শাসকদলের অভিযোগ, ভোটে জিততে না-পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। বাংলায় ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপি হারার পর থেকেই ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে মোদি সরকার। যদিও ইতিমধ্যেই রাজ্যের ৫৯ লক্ষ শ্রমিককে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিয়েছে রাজ্য সরকার।

এদিন অভিষেক (Abhishek Banerjee) জানান, ১০০ দিনের কাজের বকেয়ার দাবি নিয়ে বর্তমান গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করতে চান তাঁরা। ৩৫ হাজার কোটি বকেয়া রয়েছে। এর জন্য সময় চাইছেন অভিষেক।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version