Wednesday, August 20, 2025

পুজোর মরশুমে বাংলা সিনেমার (Bengali Movie) বাজারে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) নাম থাকবে না এটা অঘটন ছাড়া আর কিছু নয়।। কিন্তু অবিশ্বাস্য এই ঘটনা ঘটতে চলেছে ২০২৫ সালেই। আবির-অঙ্কুশ, দেব -অনির্বাণ, প্রসেনজিৎ- শ্রাবন্তীদের বক্সঅফিস দখলের লড়াইয়ে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) এবার শুধুই দর্শক। কিন্তু পুজোর বিনোদনে যে একেবারে তিনি নেই এটা বোধহয় বলা যাবে না। সিনেমা হলে তাঁর ছবি মুক্তি না পেলেও, শারদীয়ার লগ্নে ওটিটিতে ‘ফেলুদা’র আগমন হতে চলেছে মুখোপাধ্যায় মশাইয়ের হাত ধরেই।

বাঙালির দুর্গাপুজো মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাংলা সিনেমা দেখার হিড়িক। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সের ভিড় প্রত্যেক বছর প্রযোজকদের মুখে হাসি ফোটায়। এই সময় দর্শকের পছন্দের পরিচালকের তালিকায় অবশ্যই উপরের দিকে উঠে আসে সৃজিত মুখোপাধ্যায়ের নাম। পুজোয় তাঁর ছবি না দেখলে যেন চলে না। কিন্তু এবার সে উপায় নেই। ‘কিলবিল সোসাইটি’র পর আপাতত পরিচালক মশাই ব্যস্ত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমা নিয়ে। আগেই জানিয়ে দিয়েছিলেন এবার পুজোয় তাঁর কোনও সিনেমা মুক্তি পাবে না। তাহলে হঠাৎ করে কী এমন হল যে সিদ্ধান্ত বদলালেন পরিচালক? টোটা রায়চৌধুরীকে (Tota Roychowdhury) নিয়ে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ বানানোর পর ওয়েব প্ল্যাটফর্মের জন্য ফেলুদাকে বিদায় জানিয়েছিলেন সৃজিত। তবে কি প্রমিস ভাঙছেন? তাতে অবশ্য বাংলার সিনে দর্শকরা খুশিই হবেন। কিন্তু আসল কথা হল, আড্ডা টাইমস (Adda Times) ওয়েব প্ল্যাটফর্মের জন্য দুটো ‘ফেলুদা’ সিরিজ তৈরি করেছিলেন তিনি। ‘ছিন্নমস্তার অভিশাপ’ আর ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। প্রথমটি দেখানো হলেও দ্বিতীয়টি বাকি ছিল। এ বছরের পুজোয় সেটিই ওই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। অর্থাৎ এই পুজোতে ফেলুদার মগজাস্ত্রের ধার দেখবে কাঠমান্ডুতে। মুখ্য চরিত্রে ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী, ‘তোপসে’ কল্পন মিত্র, ‘জটায়ু’ অনির্বাণ চক্রবর্তী। তবে পরিচালক সৃজিত নন এবারের পুজোর চমক ‘মডেল’ সৃজিত, তাও আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে। শহর জুড়ে ‘জাতিস্মর’ পরিচালকের কাটআউট আর পোস্টারের ভিড় শুরু হল বলে।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version