সাংবাদিকতার (Journalism) জগতে দ্রুত জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। সংবাদ সংগ্রহ, লেখা, সম্পাদনা থেকে শুরু করে তথ্য যাচাই- সবক্ষেত্রেই এখন AI-ভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের সংবাদ পরিবেশনে মানুষের পাশাপাশি AI-ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে, একই সঙ্গে AI নির্ভরতা সাংবাদিকের চিন্তাশক্তিকে স্তিমিত করে দিতে পারে। থাকছে কাজের বাজারে প্রভাবের আশঙ্কাও।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খেলাধুলার ফলাফল, শেয়ারবাজারের তথ্য বা আবহাওয়ার আপডেটের মতো তথ্যভিত্তিক সংবাদ তৈরিতে AI এখন অত্যন্ত কার্যকর। একইসঙ্গে ভুয়ো খবর রোধে AI-চালিত ফ্যাক্ট-চেকিং টুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ADIRA-এর প্রশিক্ষক জয়দীপ দাশগুপ্ত জানান, “সাংবাদিকতায় AI যেমন গতি ও দক্ষতা বাড়াচ্ছে, তেমনি সাংবাদিকদেরও নতুনভাবে প্রস্তুত হতে হচ্ছে। এখন শুধু খবর লেখা জানলেই হবে না, জানতে হবে কীভাবে AI ব্যবহার করে আরও নির্ভরযোগ্য ও মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা যায়। তবে AI কখনওই সাংবাদিকতার মানবিক বোধ ও নৈতিক মূল্যবোধকে প্রতিস্থাপন করতে পারবে না।”
তবে প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত AI নির্ভরশীলতা সংবাদে মানবিক দিককে দুর্বল হতে পারে। স্তিমিত হতে পারে সাংবাদিকের চিন্তাশক্তিও। পাশাপাশি চাকরির বাজারে এর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে সংবাদমাধ্যমের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ-প্রযুক্তির সদ্ব্যবহার করে সাংবাদিকতার মান উন্নত করা, একইসঙ্গে পেশার মানবিকতা ও বিশ্বাসযোগ্যতা অটুট রাখা।
–
–
–
–
–
–
–