Wednesday, August 20, 2025

পূর্ব মেদিনীপুরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মাছ লুটে দৌড় বিজেপি নেতার!

Date:

Share post:

মাছ চুরিতে অভিযুক্ত বিজেপি (BJP) নেতা! বৃষ্টি ভেজা রাতে দুর্ঘটনার কবলে পড়া মাছের গাড়ি থেকে ছড়িয়ে পড়s মাছ। সুযোগ বুঝে প্রকাণ্ড সাইজের দুটি মাছ কুড়িয়ে নিয়ে দৌড় লাগালেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত। সেই ছবি আর ভিডিও ভাইরাল (Video Viral) স্যোশাল মিডিয়ায় (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল (Video Viral) হতেই শুরু হয়েছে নিন্দার ঝড়। যদিও চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা। তাঁর দাবি, ভিডিও প্রায় চার বছর আগের পুরনো। তিনি গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করেই মাছ নিয়েছেন। তবে জিজ্ঞাসা করে নিলেও ওইভাবে দৌড়োচ্ছিলেন কেন- তার উত্তর নেই।

কোলাঘাট- হলদিয়া জাতীয় সড়কের মেছেদা শান্তিপুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টি মধ্যে রাতে হঠাৎ উল্টে যায় মাছ ভর্তি একটি গাড়ি। মুহূর্তের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়ে সমস্ত মাছ। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় মাছ কুড়ানোর জন্য। ওই সময় ওই রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন বিজেপি নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত। তিনিও রাস্তার মধ্যে পড়ে থাকা দুটি প্রকাণ্ড সাইজের মাছ তুলে নিয়ে দৌড় লাগান।

এই ভিডিও প্রথম প্রকাশ করেন শহিদ মাতঙ্গিনী ব্লক যুব তৃণমূলের সভাপতি সুমিত সামন্ত। এরপর তমলুক সংগঠনিক জেলা তৃণমূলের একটি ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্ট করা হয় ভিডিওটি। ঘটনা প্রসঙ্গে সুমিত জানিয়েছেন, “গাড়ির চালক ও খালাসি যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে দুহাতে দুটো বড় কাতলা মাছ চুরি করে নিয়ে দৌড় লাগান বিজেপির বিরোধী দলনেতা। এঁরা নাকি জনপ্রতিনিধি! এবং এরাই নাকি মানুষের উন্নয়ন করবে! এর আগেও একাধিকবার উনি যখন পঞ্চায়েতে ছিলেন তখন বার্ধক্য ভাতা-সহ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের থেকে টাকা নিয়েছেন”- অভিযোগ সুমিতের। বিজেপি নেতার এই হেন আচরণের নিন্দা হয়েছে সর্বস্তরে। যদিও সব বিষয় নিয়ে কথা বলা বিজেপির রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে নীরব।
আরও খবর: SIR নিয়ে তোপ, ফের নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...