Friday, December 5, 2025

মধ্যরাতে মধ্যমগ্রামের বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের যুবকের, উদ্ধার ব্যাগ ভর্তি বোমা!

Date:

Share post:

রবিবার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে ভয়াবহ বোমা বিস্ফোরণ! মৃত্যু হল উত্তরপ্রদেশের যুবক সচ্চিদানন্দ মিশ্রের (Sacchitananda Mishra)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি বোমা ও চার্জার। সকালে সেখানে পৌঁছেছে NIA টিম। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। স্কুলের সামনে এমন বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রধান শিক্ষক অভিভাবকদের আশ্বস্ত করে বলেছেন এখন কোনও আতঙ্ক নেই। সকাল থেকে পড়ুয়াদের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে পঠন-পাঠন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২:৫৭ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। বোমার আঘাতে গুরুতর জখম হওয়ায় উত্তরপ্রদেশের যুবককে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে সচ্চিদানন্দের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ জানিয়েছে ওই যুবকের ব্যাগ থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। সেখান থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। মৃত যুবক শেষ বনগাঁ লোকালে করে মধ্যমগ্রাম স্টেশনে আসেন বলে জানা গেছে। কিন্ত কেন? ঠিক কী উদ্দেশ্য নিয়ে তিনি ব্যাগে করে বোমা নিয়ে এসেছিলেন বা বড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছে যান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন কিছু অপশক্তি সব সময় বাংলাকে বদনাম করা এবং বাংলার বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা করে চলেছে। ওই যুবক কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন তা জানা জরুরি। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

spot_img

Related articles

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...

বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

তাঁরই লোকসভা ক্ষেত্রের বাসিন্দা সোনালি খাতুন। বৈধ ভারতীয় হওয়া সত্ত্বেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাঁকে ও তাঁর পরিবারকে...

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী: সেবাশ্রয়-২ ক্যাম্প থেকে দ্রুত চিকিৎসা

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়(Sebashray) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা...